ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ১৪ মার্চ ২০২৫   আপডেট: ২২:৩২, ১৪ মার্চ ২০২৫
কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মার্ক কার্নি

কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্ক কার্নি। শুক্রবার অটোয়ার রিডো হলে তার শপথ অনুষ্ঠিত হয়। খবর বিবিসির।

এর আগে শুক্রবার স্থানীয় সময়য় সকাল ১০টায় জাস্টিন ট্রুডে গভর্নর জেনারেল মেরি সাইমনের সাথে দেখা করেন এবং আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। বেলা ১১টার দিকে রিডো হলে কার্নির শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে শপথ নেন তার নতুন মন্ত্রিসভার সদস্যরা।

গত জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। জনমত জরিপে দলের বাজে অবস্থা উঠে আসার পর দায়িত্ব ছাড়তে চাপে ছিলেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে ট্রুডোর ক্ষমতা আরো দুর্বল হয়ে পড়ে। পদত্যাগের জন্য বিরোধীদের পাশাপাশি নিজ দলের মধ্য থেকে চাপ বাড়তে শুরু করে তার ওপর। 

গত রোববার সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই করা হয়। এতে মার্ক কার্নি ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। 
মার্ক কার্নি পেশায় অর্থনীতিবিদ। তিনি কানাডার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান ছিলেন। তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন। কার্নি এমন একসময় সরকারপ্রধানের দায়িত্ব নিচ্ছেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।
 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়