আশ্বাস দিয়েও আহত শিক্ষার্থীর পাশে থাকেনি জবি প্রশাসন
জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

পুরান ঢাকার বাসিন্দাদের মারধরের শিকার হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী হাবিবের পাশে থাকার আশ্বাস দিয়েও এখন নীরব ভূমিকা পালন করছে জবি প্রশাসন।
আহত হাবিব বুধবার (৫ মার্চ) ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসার জন্য গেছেন। গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন সহায়তার আশ্বাস দিলেও আজ আর কোনো খোঁজ নেয়নি।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী হাবিব বলেছেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল আশ্বাস দিলেও আজ আর খোঁজ-খবর পর্যন্ত নেয়নি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেছেন, “আমি বিষয়টা শুনেছি। কিন্তু, শিক্ষার্থীর পাশে থাকার বিষয়টা আমার কাজ নয়। ছাত্রকল্যাণ দপ্তরে যোগাযোগ করুন।”
ছাত্রকল্যাণ উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. কে এ এম রিফাত হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “আমি বিষয়টা আপনার কাছেই এখন শুনলাম। এরকম কোনো নির্দেশনা আমার কাছে আসেনি। প্রশাসনের যারা সহায়তা করতে চেয়েছে এবং উপস্থিত ছিলেন, তাদেরকে ফোন দিলে জানতে পারবেন।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত এবং তার পাশে থাকার আশ্বাস দিয়েছি। আহত হাবিব ন্যাশনাল মেডিকেলে দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করছে, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পেরেছি। আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি।”
ঢাকা/লিমন/রফিক