ভারতকে ফাইনালে তুলে রোহিতের অনন্য রেকর্ড

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ভারত। মঙ্গলবার (০৪ মার্চ, ২০২৫) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে ২০১৭ সালের পর আবারও ফাইনাল নিশ্চিত করে ভারত। আর ভারতকে ফাইনালে তুলে অনন্য এক রেকর্ড গড়েন অধিনায়ক রোহিত শর্মা। একমাত্র অধিনায়ক হিসেবে তিনি আইসিসির সব ধরনের টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন।
এর আগে তিনি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠেন। তার আগে ঘরের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিলেন। উঠেছিলেন ২০২৩ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও। এবার তিনি দলকে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তুললেন। পূর্ণ করলেন সবকটি বৃত্ত।
ম্যাচ শেষে রোহিত বলেছেন, ‘‘আমার মনে হয়েছিল এটা একটা ভালো স্কোর ছিল এবং আমরা খুব ভালো ব্যাটিং করেছি। খুবই ঠাণ্ডা মাথায় আমরা ব্যাটিং করেছি। আজকের উইকেট ভালো ছিল। এখানকার উইকেটের প্রকৃতিই এমন। তবে আজকের উইকেটটি অন্য দিনেরটার চেয়ে ভালো ছিল। আসলে পিচ নিয়ে বেশি না ভেবে আমরা ভালো ক্রিকেট খেলতে চেয়েছিলাম।’’
ঢাকা/আমিনুল