তেঁতুলিয়ায় গ্রেপ্তার ৫ জন টাঙ্গাইলে শিক্ষাসফরের বাসে ডাকাতির সঙ্গে জড়িত: পুলিশ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার স্কুলশিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫ জন টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষাসফরের চার বাস আটকে ডাকাতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ি-হরিপুর এলাকার আনোয়ার হোসেন (৪২), পীরগঞ্জ উপজেলার মকিমপুর এলাকার শরিফুল ইসলাম (২৮), আজমপুর ফকিরপাড়া এলাকার হাসানুর (৪১) ও পালানো শাহপুর এলাকার আয়নাল হক (৪০) এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর এলাকার তৌহিদুল ইসলাম (৪০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষাসফরের বাস ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন বলে দাবি করেন পুলিশ সুপার। তাঁর মতে, তেঁতুলিয়ায় একাধিক বাড়িসহ সড়কে গাছ ফেলে ডাকাতির পরিকল্পনা ছিল তাঁদের।
পুলিশ জানায়, গত শনিবার গভীর রাতে তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকায় বেলায়েত হোসেন নামের এক স্কুলশিক্ষকের বাড়িতে ডাকাতির খবর পাওয়া যায়। এরপর তাঁদের ধরতে জেলার ৫টি থানা এলাকায় বিভিন্ন এলাকা, রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসানো হয়। পরে গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে ডাকাত দলের সদস্য ও ও ট্রাকচালক আনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে ভজনপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি যাত্রীবাহী বাস থেকে দুজন করে মোট ৪ ডাকাত সদস্যকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়।
গত শনিবার রাতের ডাকাতির ঘটনায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তেঁতুলিয়ায় মডেল থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী স্কুলশিক্ষক বেলায়েত হোসেন। মামলায় আটক পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ ডাকাত সদস্যকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী।
শিক্ষাসফরের বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১১
টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের ৪ বাস আটকে ডাকাতির ঘটনায় এ নিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হলো বলে জানান টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। আজ নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
পুলিশ সুপার জানান, ২৫ ফেব্রুয়ারি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা ৪টি বাস নিয়ে নাটোরের একটি পার্কে শিক্ষা সফরের উদ্দেশ্যে রওনা হয়। ভোর সাড়ে ৪টার দিকে ঘাটাইল-সাগরদীঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় পৌঁছালে ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে গত বৃহস্পতিবার গাজীপুর থেকে শরিফুল ইসলাম ওরফে শরিফ (১৯) ও রুপম চন্দ্র ভাট (২৪) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, শরিফের বাড়ি রংপুরের পীরগঞ্জে। তাঁর বাবা আয়নাল একটি আন্তজেলা ডাকাত দলের প্রধান। বিভিন্ন জেলায় গিয়ে স্থানীয় ডাকাত দলের সদস্যদের সহায়তায় ডাকাতি করে থাকেন।
পুলিশের দাবি, এ তথ্য পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের একটি দল গতকাল রাতে রংপুরে পৌঁছে। পঞ্চগড়ের পুলিশ সুপারকেও তথ্যটি জানানো হয়। পরে পঞ্চগড় পুলিশের একটি দল তেঁতুলিয়ার আজিজনগর এলাকা থেকে মূল পরিকল্পনাকারী আয়নালসহ ৫ জনকে গ্রেপ্তার করে।