ঢাকা     রোববার   ০৬ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৩ ১৪৩১

ঘরের ছেলের ছোবলে হারল রিয়াল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ২ মার্চ ২০২৫   আপডেট: ১৪:১৬, ২ মার্চ ২০২৫
ঘরের ছেলের ছোবলে হারল রিয়াল

রিয়াল মাদ্রিদের হলো কী? একটা সময় মনে হচ্ছিল হেসে খেলেই  লা লিগার শিরোপা ধরে রাখবে কার্লো আনচেলত্তির দল। তবে হঠাৎ ছন্দ হারায় লস ব্ল্যাঙ্কসরা। শেষ ৪ ম্যাচে মাত্র এক জয় নিয়ে শনিবার (১ মার্চ, ২০২৫) রিয়াল বেটিসের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে হারের বৃত্ত থেকে বের হতে পারল না ‘মাদ্রিদের সাদারা’। সব মিলিয়ে শেষ ৫ ম্যাচে মাত্র একটি জয়ে নিজেদের অবস্থা আরও ঘোলাটে করল আনচেলত্তির শিষ্যদের।

বেটিসের মাঠ বেনিতো ভিয়ামারিয়াতে গিয়ে ছন্দহীন ফুটবল খেলে রিয়াল। ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েও সেই লিড ধরে রাখতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। উল্টো এক সময়ের ঘরের ছেলে ইসকোর নৈপুন্যে ২-১ ব্যবধানে হেরে শিরোপা ধরে রাখার মিশনে বড়সড় হোঁচট খেল রিয়াল। হারাতে হলো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।

আরো পড়ুন:

ম্যাচের ১০ মিনিটেই গোলের দেখা পায় রিয়াল। এটাকিং মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ লস ব্ল্যাঙ্কসদের এগিয়ে দেন। ৩৪ মিনিটে ইসকোর পাস থেকে বেটিসকে সমতায় ফেরান জনি কারদোসো। বিরতির পর খেলা শুরু হলে ৯ মিনিটের মাথায় পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি এক সময়ের মাদ্রিদিস্তা ইসকো।

এই ম্যাচে গোলের পর উল্লাস করে সমালোচনার জন্ম দিলেন ইসকো। এই ৩২ বছর বয়সী মিডফিল্ডার ২০১৩ সালের জুলাইয়ে মালাগা থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন। ইসকোকে প্রাধান্য দিয়ে কম্বিনিশান ঠিক রাখতেই লস ব্ল্যাঙ্কসরা ছেড়ে দেয় মেসুত ওজিলের মতো মিডফিল্ডার। যে প্রত্যাশা নিয়ে ইসকোকে রিয়ালে আনা হয়েছিল তার প্রতিদান দিতে পারেননি তিনি। রিয়ালের জার্সিতে ৫ চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি ৩ লা-লিগা শিরোপা জেতেন তিনি।

তবে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে এভাবে উদযাপনকে মোটেই সহজভাবে নিচ্ছে না মাদ্রিদ সমর্থকরা। যদিও ম্যাচ শেষে রিয়ালের সমর্থকদের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন ইসকো। বলেছেন, তিনি রিয়ালের কাছে চিরকৃতজ্ঞ।

এদিকে ম্যাচ হারের পর রিয়াল বস আনচেলত্তি বলেন, “সত্যিই বড় এক ধাক্কা। আমাদের জেগে উঠা দরকার। লিগের এই পর্যায়ে হেরে যাওয়া খুব বড় ক্ষতি হয়ে গেল। আমরা ভালো খেলিনি। প্রথমার্ধে আমরা ২৭ বার বল খুইয়েছি। এটা অনেক বেশি।”

রিয়ালকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে এই মঙ্গলবারেই মাঠে নামতে হচ্ছে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে। আনচেলত্তি এভাবে খেললে জিততে পারবেন না তারা, “আমরা যদি এভাবে খেলি, মঙ্গলবার আমরা জিততে পারব না। ব্যাপারটা পরিষ্কার। আশা করছি হারটা আমাদের জাগিয়ে দেবে। আমাদের অনেক বেশি সংগঠিত হতে হবে।”

লা লিগায় ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেল রিয়াল। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো।

ঢাকা/নাভিদ


সর্বশেষ

পাঠকপ্রিয়