‘এক ব্রোঞ্জের’ নেপালকে হারিয়ে রুপার আশা বাংলাদেশের

নেপালকে ৪৫-২৭ পয়েন্টে হারিয়ে সিরিজ ৪-১ ব্যবধানে জিতল স্বাগতিকরাসংগৃহীত

পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজের শেষ ম্যাচও জিতেছে বাংলাদেশ। আজ শুক্রবার পল্টনের আউটার স্টেডিয়ামে নেপালকে ৪৫-২৭ পয়েন্টে হারিয়ে সিরিজ ৪-১ ব্যবধানে জিতল স্বাগতিকরা।

নেপালের মতো অপেক্ষাকৃত কম শক্তির প্রতিপক্ষকে দেশের মাটিতে উড়িয়ে একটু বেশিই আশাবাদী বাংলাদেশ কাবাডি দল। যে নেপাল এসএ গেমসে এখন পর্যন্ত একটিমাত্র ব্রোঞ্জ জিতেছে, সেটি ২০১০ সালে। বাংলাদেশের চোখ এখন আগামী বছর জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় এসএ গেমসে। তার আগে আরও কয়েকটি টেস্ট সিরিজের পরিকল্পনা আছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের।

নেপালকে উড়িয়ে এখন এসএ গেমসে রুপা জেতার স্বপ্ন দেখছেন অধিনায়ক মিজানুর রহমান, ‘এবার প্রস্তুতি নিয়েই গেমসে যাব। আমাদের লক্ষ্য রুপা। এমন সিরিজ খেললে নিজেদের সক্ষমতা যাচাই করা যায়।’

এ দিকে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগের লক্ষ্য এশিয়ান গেমসে পদক পুনরুদ্ধার, ‘আমরা অনেক দিন ধরেই এশিয়ান গেমসে ভালো করছি না। গত কয়েকটা আসরে আমাদের তো পদক নেই। এখন মূল লক্ষ্যই পদক উদ্ধার করা।’

নেপালকে উড়িয়ে এখন এসএ গেমসে রুপা জেতার স্বপ্ন দেখছেন অধিনায়ক মিজানুর রহমান
সংগৃহীত

এসএ গেমসে কাবাডিতে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ অর্জন রুপা। ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতার দ্বিতীয় আসর। সেবার কাবাডিতে প্রথম রুপা জেতে বাংলাদেশ। এরপর মোট ১০ বারের মধ্যে তিন রুপা আর সাতটি ব্রোঞ্জ আসে কাবাডি থেকে। এশিয়ান গেমসে বাংলাদেশের অবস্থা আরও বাজে। গত চার আসরে কাবাডিতে কোনো পদক মেলেনি।

গত নভেম্বরে কাবাডির নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকটি টুর্নামেন্ট আয়োজন করেছে। যার মধ্যে বিজয় দিবস কবাডি, তারুণ্যের উৎসব এবং নেপালের সঙ্গে টেস্ট সিরিজ।