বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের সুপ্রিম কোর্টে দায়ের পিটিশন খারিজ
বাংলাদেশে সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে দায়ের করা একটি জনস্বার্থ পিটিশনের শুনানি ভারতের আদালতে করা যাবে না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট। গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট এমন নির্দেশনা দেন।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের পরামর্শে পিটিশনটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রধান বিচারপতি বলেছেন, এটা প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়, ফলে তা কোনোভাবেই ভারতের শীর্ষ আদালতের বিচার্য হতে পারে না।
প্রধান বিচারপতি খান্না বলেন, ‘এটি কোনোভাবেই আমাদের বিষয় নয়। আপনাদের কি মনে হয়, সরকার এই বিষয়ে অবহিত নয়? এই বিষয়ে এই আদালত কী করতে পারেন?’
পিটিশনটি করেছিলেন ভারতে ইসকন মন্দির স্টিয়ারিং কমিটির উপসভাপতি এবং পাঞ্জাবের লুধিয়ানায় ‘ভগবান জগন্নাথ রথযাত্রা কমিটি’র প্রধান রাজেশ ঢানডা। পিটিশনের আবেদনকারীদের পক্ষে প্রধান আইনজীবী ছিলেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি।
পিটিশনে অভিযোগ তোলা হয়েছিল, বাংলাদেশে হিন্দুসহ ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতন ও হামলার শিকার হচ্ছেন। পিটিশনে আবেদন জানানো হয়, ভারত সরকার যেন বাংলাদেশে তাদের দূতাবাসের মাধ্যমে এর প্রতিকারের ব্যবস্থা নেয় এবং বাংলাদেশ সরকারকে সেটা করার জন্য চাপ দেয়। এই মর্মে আদালতের নির্দেশ চেয়েছিলেন আবেদনকারী। বিষয়টি নিয়ে আদালতে কোনো রকম প্রক্রিয়া চালানোর সম্ভাবনাই নেই বলে জানিয়ে দেন ভারতের সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আরও বলেন, ‘এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়...আমরা কীভাবে তা নিয়ে মন্তব্য করব? প্রতিবেশী একটি দেশের নিজস্ব বিষয় নিয়ে আমাদের আদালত হস্তক্ষেপ করতে পারেন না।’
সুপ্রিম কোর্টের বেঞ্চের মনোভাব জানার পর আবেদনকারীর আইনজীবী পিটিশনটি প্রত্যাহার করে নেন। তবে তিনি জানান, তাঁর মক্কেল বিষয়টি নিয়ে ভারত সরকারের দ্বারস্থ হতে পারেন।
পিটিশনে নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯-এর অধীনে ‘কাট-অফ ডেট’ বাড়ানোরও দাবি করা হয়েছে, যাতে সাম্প্রতিক সহিংসতার কারণে বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুরা ভারতীয় নাগরিকত্ব পেতে আবেদন করতে পারেন। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে হিন্দু সংখ্যালঘুদের সাহায্য ও সহায়তা দিতে বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার আরজিও জানানো হয়।
বিশেষজ্ঞরা বলছেন, এটি খারিজ হয়ে যাওয়ার কারণে আপাতত ভারতের আদালতে এ নিয়ে আর কোনো মামলা করা যাবে না।