চট্টগ্রামে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিলেন আদালত

চট্টগ্রাম আদালত ভবনফাইল ছবি

চার বছর আগে চট্টগ্রাম নগরের একটি হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আসামির নাম আবদুর রহমান। আজ সোমবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরা এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, আসামি আবদুর রহমানকে মৃত্যুদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া পৃথক আরেক ধারায় আবদুর রহমানকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

ওমর ফুয়াদ আরও বলেন, রায় ঘোষণার সময় আবদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্র জানায়, নগরের পাহাড়তলী থানার আলিফদ গলি এলাকায় ২০২০ সালের ১৪ অক্টোবর সকালে বিজয় কুমার বিশ্বাসকে আসামি আবদুর রহমান তাঁর অফিসে ডেকে নিয়ে যান। সেখানে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে বস্তায় ভরে রাখেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় বিজয় কুমার বিশ্বাসের ভাই সঞ্জয় কুমার বিশ্বাস বাদী হয়ে নগরের পাহাড়তলী থানায় মামলা করেন। তদন্ত শেষে পরের বছরের ১০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২২ সালের ২০ এপ্রিল দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এই রায় দেন।