ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

‘আ. লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫  
‘আ. লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘‘আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’’

রবিবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসে নিজ বাসভবনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘‘দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এক্ষেত্রে তারা প্রচুর টাকা ব্যবহার করছে। তাদের কঠোর হাতে দমন করা হবে।’’

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘আওয়ামী লীগের যারা এসব কাজ করছে, তাদের ঘুম হারাম করে দেব।’’

তিনি আরো বলেন, ‘‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিগগিরই দুষ্কৃতকারীদের আইনের আওতায় নিয়ে আসবে।’’

ঢাকা/এমআর/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়