ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৯ ১৪৩১

নূর একাডেমিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৩:০৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
নূর একাডেমিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জমজমাট আয়োজনে শেষ হয়েছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহেলা গ্রামের নূর একাডেমিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) স্কুলে মাঠে প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নূর একাডেমিক স্কুলের সভাপতি বুরজত আলী, প্রধান শিক্ষিকা মোছা. নার্গিস আক্তার, সহকারী শিক্ষিকা মুক্তি আক্তার ও রোজিনা আক্তার।

আরো উপস্থিত ছিলেন মো. আরজু হোসাইনসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার বলেন, ‘‘মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে দেহ সুস্থ ও মন ভালো থাকে। খেলাধুলায় বিজয়ী হওয়াটা বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় বিষয়।’’

নূর একাডেমিক স্কুলের সভাপতি বুরজত আলী বলেন, ‘‘বাংলাদেশকে উন্নত রাষ্ট্র বানাতে হলে সবার আগে আমাদের ছেলে-মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। পাশাপাশি খেলাধুলায় সুনাম অর্জন করতে হবে।’’

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন মনির হোসেন। নূর একাডেমিক স্কুলের পথচলা শুরু ২০১৪ সালে।

ঢাকা/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়