প্রধান উপদেষ্টাকে দুদু
আপনাকে ফুলের মালা দিয়ে বিদায় দিতে চাই
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

শামসুজ্জামান দুদু
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “আমি ড. ইউনূসকে বলব, ভাই, আপনি ভালো লোক। একজন মর্যাদাশীল লোক। জ্ঞানী-গুণী মানুষ। দেশ-বিদেশে আপনার সুনাম আছে। কারো পাল্লায় পড়েন না। বিএনপিকে রাস্তায় নামায়েন না। ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করে নিয়েছি, ফুলের মালা দিয়ে বিদায় দিতে চাই আপনাকে।”
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় পৌরসভা সংলগ্ন মাঠে পঞ্চগড় জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিসি এসব কথা বলেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি এবং দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার জন্য এই সমাবেশের আয়োজন করা হয়।
শামসুজ্জামান দুদু বলেন, “এই বছরের মধ্যে নির্বাচন দিতে হবে। এই বছরই তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। বিএনপির খেলা এখনো দেখেন নাই। কয়েকটা জনসভা শুধু শুরু হয়েছে।”
পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে জনসভায় দলটির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আর্ন্তজাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
ঢাকা/নাঈম/মাসুদ