ঢাকা     রোববার   ০৬ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৩ ১৪৩১

সাকিবসহ ১০৪ ক্রিকেটারের দলবদল সম্পন্ন, আগামীকাল করবেন তামিম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২২:৩৮, ২২ ফেব্রুয়ারি ২০২৫
সাকিবসহ ১০৪ ক্রিকেটারের দলবদল সম্পন্ন, আগামীকাল করবেন তামিম

তামিম ইকবাল গত বছর ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন প্রাইম ব্যাংকের হয়ে। লিগ শেষ হওয়ার পর থেকেই তার সঙ্গে কথা চালাতে থাকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। তামিম পুরোনো ঠিকানায় যেতে রাজিও হন। সঙ্গে নিজের মতো করে দল গোছানোর কথাও বলেন। তাতে সম্মত হয় মতিঝিল পাড়ার ক্লাবটি।

নিজের সঙ্গে মুশফিকুর রহিমকেও প্রাইম ব্যাংক থেকে নেন তামিম। দুজনের দলবদল আগামীকাল করবে মোহামেডান। শুধু তাদেরই নয়, শিরোপা পুনরুদ্ধারে এবার মোহামেডান ঢাকা লিগের নিয়মিত ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। সাইফ উদ্দিন তাদেরই একজন। আজ তার দলবদল সম্পন্ন হয়েছে। ছয় বছর আবাহনীতে খেলার পর মোহামেডানে নাম লিখেছেন পেস বোলিং অলরাউন্ডার।

আরো পড়ুন:

এছাড়া দলবদল করেছেন সাকিব আল হাসানও। শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে তারও পুরোনো ঠিকানা লিজেন্ডস অব রূপগঞ্জ। অনলাইনে তার দলবদল হয়েছে। তবে দেশে ফিরে ঢাকা লিগ সাকিব খেলতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ, পারটেক্স স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব প্রথম দিনের দলবদল করেছে। সব মিলিয়ে ১০৪ ক্রিকেটারের দলবদল হয়েছে।

ইমরুল কায়েস মোহামেডান ছেড়ে গেছেন অগ্রণী ব্যাংকে। এনামুল হক বিজয়ের নতুন ঠিকানা গাজী গ্রুপ ক্রিকেটার্স, সৌম্য সরকার গিয়েছেন রূপগঞ্জে। এই দলটি তানজিদ হাসান, জাকের আলী অনিক, আকবর আলী, শরিফুল ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়কেও দলে নিয়েছে।

সাব্বির রহমান প্রাইম ব্যাংক থেকে গিয়েছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবে। শামীম হোসেন পাটোয়ারী রূপগঞ্জ থেকে প্রাইম ব্যাংকে নাম লিখিয়েছেন।

১২ ক্লাব নিয়ে আগামী ৩ মার্চ থেকে শুরু হবে দেশের ক্লাব ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ।

ঢাকা/ইয়াসিন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়