প্রথমা বুক ক্যাফেতে ‘ভালোবাসি বাংলা ভাষা’ শুরু, উদ্বোধন করলেন জুয়েল আইচ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসি বাংলা ভাষা’ শুরু হয়েছে। আজ শনিবার বেলা দুইটা থেকে ঢাকার মাদানি অ্যাভিনিউর শেফস টেবিল কোর্ট সাইডে প্রথমা বুক ক্যাফেতে এই অনুষ্ঠান চলছে।
জাদুশিল্পী জুয়েল আইচ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর আয়োজন করেছে প্রথমা বুক ক্যাফে শিশু-কিশোর কর্নার (কিডস জোন)। সহযোগিতায় শেফস টেবিল।
উদ্বোধনী বক্তব্যে জুয়েল আইচ বলেন, ‘ঘৃণা থেকে কোনো কিছু সৃষ্টি হয় না, ধ্বংস হয়। পৃথিবী থেকে যা কিছু সৃষ্টি হয়, সবকিছুই হয় ভালোবাসা থেকে। মাতৃভাষার প্রতি ভালোবাসা ছিল বলেই ১৯৫২-এর ২১ ফেব্রুয়ারি ভাষাসৈনিকেরা নিজেদের জীবন দিয়ে হলেও বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন।’ তিনি আরও বলেন, ‘জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা বাংলা ভাষার প্রতি ঋণী, কৃতজ্ঞ। এই ঋণ আমাদের কোনো দিন শেষ হবে না।’ নিজের ভাষাকে ভালো করে জানলে অন্য ভাষাও খুব সহজে আয়ত্ত করা যায়, বলেন এই জাদুশিল্পী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক মশিউল আলম, শিল্পী অশোক কর্মকার, মাসুক হেলাল, আরাফাত করিম, গীতিকার কবির বকুল, সহযোগী (প্রথমা শিশুসাহিত্য) সাইদুজ্জামান রওশন প্রমুখ।
মেলা উদ্বোধনের পর ৩৫ জনের বেশি শিশু-কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। এর মধ্যেই হঠাৎ বৃষ্টি নামে।
এ ছাড়া এই মেলায় থাকছে হাতের লেখা প্রতিযোগিতা, প্যারেন্টিং নিয়ে আয়োজন, জাদু, অরিগ্যামি, সাংস্কৃতিক পরিবেশনা, গুফি ওয়ার্ল্ড পরিবেশনা, রোবট নাচসহ নানা আয়োজন।
প্রথমা বুক ক্যাফের শিশু-কিশোর কর্নারটি শিশুদের জন্য সাজানো হয়েছে। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।