হাতিরঝিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুলছাত্রের মৃত্যু
রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুলছাত্র মারা গেছে। তার নাম রাইয়ান জাবির (১৬)। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। মৃত রাইয়ান বনশ্রী মডেল হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গুরুতর আহত অবস্থায় রাইয়ানকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের চাচা তাহমিদুন নবী প্রথম আলোকে বলেন, বিকেলে রাইয়ান তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। হাতিরঝিলের মহানগর প্রজেক্ট–সংলগ্ন এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে দুজনই আহত হয়। রাইয়ানকে ঢাকা মেডিকেলে নিয়ে এলো চিকিৎসক ঘোষণা করেন।
তাহমিদুন নবী আরও বলেন, ‘রাইয়ানের বন্ধুকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। যতটুকু জানতে পেরেছি, তার নাম সিয়াম।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
স্বজনেরা জানান, রাইয়ান ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে। বর্তমানে খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকায় পরিবারের সঙ্গে থাকত। এক ভাই, এক বোনের মধ্যে সে ছিল ছোট।