ভারতে টেসলার কারখানা স্থাপনকে ‘খুবই অন্যায্য’ বললেন ট্রাম্প
বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ ভারতের বাজার ধরতে চায় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। গত কয়েক বছর ধরেই এ নিয়ে তোড়জোড় দেখা যাচ্ছে। টেসলা ভারতে একটি কারখানাও নির্মাণ করতে চাইছে বলে শোনা যাচ্ছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটনে তিনি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেছেন। মাস্ক এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি দক্ষতাবিষয়ক বিভাগের (ডিওজিই) প্রধান হিসেবে কাজ করছেন।
গত মঙ্গলবার প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মোদি-মাস্ক বৈঠকের পর ভারতে জ্যেষ্ঠ কয়েকটি পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে টেসলা। ওই বিজ্ঞপ্তি প্রকাশের পর ভারতের বাজারে টেসলার প্রবেশ ও কারখানা স্থাপন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কথা বলেছেন। সম্প্রতি ফক্স নিউজের একটি অনুষ্ঠানে মাস্কের সঙ্গে কথোপকথনের সময় ট্রাম্প বলেছেন, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির ভারতে কারখানা স্থাপনের কোনো সম্ভাব্য পরিকল্পনা যদি থাকে তবে সেটা ‘খুবই অন্যায্য’ হবে।
গত মাসে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পরপরই একের পর এক দেশ এবং পণ্যের ওপর শুল্ক আরোপ করছেন ট্রাম্প।
বিদেশ থেকে পণ্য আমদানিতে কঠোর শুল্ক আরোপের সিদ্ধান্তের পক্ষে ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘বিশ্বের সব দেশ আমাদের থেকে সুবিধা নিচ্ছে এবং শুল্ক আরোপের মাধ্যমে তারা এটা করছে। তারা করেছে...এটা করে...তাঁর জন্য সেসব দেশে একটি গাড়ি বিক্রি করাও অসম্ভব। এর একটি উদাহরণ হিসেবে ভারতের কথা বলা যায়। আমি জানি না, এটা সত্য কি না; কিন্তু আমার মনে হয়।’
তখন মাস্ক ট্রাম্পের কথায় সায় দিয়ে বলেন, ‘সে দেশে পণ্য আমদানিতে শুল্ক ১০০ শতাংশের মতো।’
ট্রাম্প মাস্কের সঙ্গে একমত পোষণ করেন এবং বলেন, এটা অনেক বেশি শুল্ক।
মাস্ক এবং ট্রাম্প উভয়ই অতীতে ভারতে গাড়ি রপ্তানির ক্ষেত্রে সে দেশের অতি উচ্চ শুল্ক আরোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
হোয়াইট হাউস থেকে পাওয়া নথিতে দেখা গেছে, যুক্তরাষ্ট্র থেকে ভারত গাড়ি আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে। যেখানে যুক্তরাষ্ট্রে ভারতের তৈরি গাড়ি আমদানির শুল্ক মাত্র ২ দশমিক ৪ শতাংশ।
ট্রাম্প এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করতে গিয়ে আরও বলেন, ‘এখন, তিনি যদি ভারতে কারখানা নির্মাণ করতে চান, করতে পারেন, কিন্তু আমাদের জন্য তা অন্যায্য হবে। এটা খুবই অন্যায্য।’
একাধিক সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছে, টেসলা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বিক্রির জন্য ভারতে গাড়ি রপ্তানি করবে।
এ কাজ করতে টেসলার ওয়েবসাইট এবং লিংকডইন ভারতে ১৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মুম্বাইভিত্তিক ওই সব পদ মূলত গ্রাহকসেবা এবং প্রশাসনিক কাজ দেখভালের জন্য।
কয়েক বছর ধরেই ভারতের বাজারে আসতে চাইছিল টেসলা। এ জন্য কোম্পানিটি ২০০–৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করেছে।
এর আগে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি ইঙ্গিত দিয়েছিল, তারা ভারতে সাধারণত মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করতে চায়। তাদের লক্ষ্য ২৫–৩০ লাখ রুপির মধ্যে গাড়ি তৈরি করা। ভারতের আশপাশের দেশগুলোতে গাড়ি রপ্তানির পরিকল্পনাও তাদের আছে।