ঢাকা     শনিবার   ০৫ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২২ ১৪৩১

ভারতের নাগপুরে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ২০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৩৪, ২০ ফেব্রুয়ারি ২০২৫
ভারতের নাগপুরে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

ভারতে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান। ঢাকা থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাওয়ার পথে মহারাষ্ট্রের নাগপুরে বিমানটি জরুরি অবতরণ করেছে। 

জানা গেছে, প্রযুক্তিগত ত্রুটি দেখা দেখা দেওয়ার কারণে কোনো রকম ঝুঁকি না নিয়ে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। এরপর ঢাকা থেকে দুবাইগামী বিমানটি বুধবার রাত ১২টা নাগাদ নাগপুরে বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

নাগপুর বিমানবন্দরের সিনিয়র এয়ারপোর্ট ডিরেক্টর আবিদ রুহি বলেছেন, “ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান বুধবার রাত ১২টা নাগাদ নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। প্রযুক্তিগত সমস্যার কারণে জরুরি অবতরণ করা হয়েছে।”

আরো পড়ুন:

বিমানটিতে ৩৯৬ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য রয়েছেন বলে অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে উঠিয়ে দেওয়া হবে।

কলকাতা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়