জীবনানন্দ দাশকে নিয়ে ‘কমলা রঙের বোধ’
কবি জীবনানন্দ দাশের সাহিত্য-জীবন-কর্ম অবলম্বনে রচিত ‘কমলা রঙের বোধ’ নামের নতুন নাটক মঞ্চে আনছে নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি। নাটকটির রচনা ও নির্দেশনার দায়িত্ব পালন করছেন অলোক বসু। নাটকটি আগামী এপ্রিলে মঞ্চে আনার পরিকল্পনা গ্রহণ করেছে থিয়েটার ফ্যাক্টরি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে থিয়েটার ফ্যাক্টরি জানিয়েছে, নাটকের আখ্যান রচিত হয়েছে কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকৃতিকে উপজীব্য করে। আজকের তরুণ প্রজন্ম কবি জীবনানন্দ দাশকে কেমন করে দেখেন, সেই দেখাকে এ নাটকে মেলানো হয়েছে কবি জীবনানন্দ দাশের সময়ের সঙ্গে।
১৯৫৪ সালের ১৪ অক্টোবর জীবনানন্দ দাশ ট্রাম দুর্ঘটনায় পতিত হন। নাটকের আখ্যান শুরু সেখান থেকেই। ২২ অক্টেবর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মারা যান কবি। ৯ দিন হাসপাতালের বিছানায় শুয়ে কবি তাঁর চিন্তার জগতে মুখোমুখি হয়েছেন তাঁর জীবন-স্বপ্ন-কল্পনা-দর্শন ও বাস্তবতার। তাঁর ‘লিটারারি নোটস’ (সাহিত্যের নোট)-এর মাধ্যমে আজকের জীবনানন্দ ও কাব্যপ্রেমী কতিপয় তরুণ উন্মোচন করেন জীবনানন্দ দাশকে।
নাটকের নামকরণ নিয়ে থিয়েটার ফ্যাক্টরি জানিয়েছে, জীবনানন্দ দাশের কবিতার মতো তাঁর চরিত্রে ছিল ‘কমলা রঙে’র মতো অনুজ্জ্বল অথচ প্রখর সংবেদনশীলতা। আর তাঁর সাহিত্যে-কবিতায় রয়েছে ‘বোধে’র দোলাচল। এই দুইয়ের মিলনে থিয়েটার ফ্যাক্টরির নির্মিতব্য নাটক ‘কমলা রঙের বোধ’, যেখানে ব্যক্তি জীবনানন্দ ও কবি জীবনানন্দ হাত ধরাধরি করে মঞ্চে আবির্ভূত হবেন।
নাটকটিতে অভিনয় করবেন দিপু মাহমুদ, আরিফ আনোয়ার, কে এম হাসান, আশা আক্তার, বিপাশা সাইদ, মুনমুন খান, সুভাষ সরকার, আকলিমা আক্তার, শান্তনূর ইহসান দিগন্ত, হাসিবুল হক, মৃন্ময় চৌধুরী, নওরীন পাঁপড়ি, রবিউল ইসলাম রাজিব, শাইরা, সূর্য, প্রীতম প্রমুখ।
নাটকটির আলো, পোশাক, সংগীত, মঞ্চ, কোরিওগ্রাফি ও পোস্টার পরিকল্পনায় রয়েছে ঠান্ডু রায়হান, মোহসিনা আক্তার, রমিজ রাজু, সিদ্ধার্থ শাকিল, আমিনুল আশরাফ ও মেহেদী হাসান। নাটকটি প্রয়াত নাট্যজন আলী যাকেরের স্মৃতির উদ্দেশে নিবেদন করবে থিয়েটার ফ্যাক্টরি।