মেহজাবীনের বিয়ে: সেই গুঞ্জনই সত্যি হলো

মেহজাবীন চৌধুরীছবি : প্রথম আলো

লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী ও মডেল মেহজাবীন চৌধুরী প্রেম করছেন। পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব তাঁর প্রেমিক। মেহজাবীন ও রাজীবের প্রেম বিনোদন অঙ্গনে অনেকটা ‘ওপেন সিক্রেট’ হলেও এ বিষয়ে মুখ খোলেননি তাঁরা। বিভিন্ন সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত জীবনের এ প্রসঙ্গ এড়িয়ে যান।

একটা সময় দুজনকে দেশে ও দেশের বাইরে প্রকাশ্যে ঘোরাঘুরি করতে দেখা যায়। ঘোরাঘুরির সময় তোলা স্থিরচিত্র হাতবদল হয়ে ফেসবুকেও পোস্ট হয়েছে। কখনো নিজেরা নিজেদের ইনস্টাগ্রামে রোমান্টিক মুহূর্তের স্থিরচিত্র পোস্ট করেছেন। ঘুরে বেড়ানোর মুহূর্তের স্থিরচিত্র ফেসবুকে প্রকাশের পর দুজনকে নিয়ে গুঞ্জনের ডালপালা বাড়তে থাকে। তখনো তাঁরা নীরব।

হঠাৎ করে কয়েক বছর ধরে তাঁদের নিয়ে গুঞ্জন, মেহজাবীন ও রাজীব বিয়ে করেছেন! তাঁরা সংসারও করছেন। এসব যখন চর্চিত হচ্ছিল, তখন কৌশলে নিজেদের সম্পর্কের ইঙ্গিত দেন। গতকাল সোমবার মেহজাবীনের স্বীকারোক্তি, তিনি বিয়ে করছেন, পাত্র আদনান আল রাজীব—যাঁর সঙ্গে কয়েক বছর ধরে তাঁর প্রেমের গুঞ্জন। অবশেষে মেহজাবীনের স্বীকারোক্তিতে কয়েক বছর ধরে চলতে থাকা সেই গুঞ্জনই সত্যি হয়ে ধরা দিয়েছে।

রাজীবের সেলফিতে মেহজাবীন। ফেসবুক থেকে

২০০৯ সালের লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবীন সবার নজরে আসেন। নাটক, বিজ্ঞাপনচিত্র, ফটোশুটে নিয়মিত কাজ করেন। কাজের মধ্য দিয়ে মেহজাবীন সমসাময়িকদের তুলনায় এগিয়ে যান। পান জনপ্রিয়তা, হয়ে ওঠেন দর্শকের প্রিয়মুখ। ১৬ বছরের পেশাদার অভিনয়জীবনে এই অভিনয়শিল্পীকে নিয়ে সাত বছরের বেশি সময় ধরে পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে প্রেমের গুঞ্জন।

আদনান আল রাজীব প্রযোজিত ও পরিচালিত নাটক, বিজ্ঞাপনচিত্র এবং সিনেমায় অভিনয়ও করেছেন তিনি। তবে প্রেমের সম্পর্ক নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে সেভাবে কথা বলতে চাননি। জানতে চাইলেও বারবারই হেসে উড়িয়ে দিয়েছেন।

গত বছরের মাঝামাঝি সময়ে অবশ্য রাজীব জানিয়েছিলেন, মেহজাবীনের চেয়ে ভালো কারও সঙ্গে তাঁর পরিচয় হতে পারত না। তিনি তাঁর জীবনের সেরা একটি অংশ। এবার জানা গেল, বিনোদন অঙ্গনের এ দুই তারকা বিয়ে করছেন। ২৩ ফেব্রুয়ারি তাঁদের গায়েহলুদ অনুষ্ঠান আর পরদিন তাঁদের বিয়ের অনুষ্ঠান।

নজরকাড়া কারুকাজের লাল স্টেটমেন্ট ব্লাউজের সঙ্গে জুটি হয়েছে গোলাপি-লাল ডুয়েল শেডের শাড়ি। সফট গ্ল্যাম মেকআপ, টানা দেওয়া দুল, স্লিক বান হেয়ারস্টাইল আর লাল নেইল পলিশে সেজেছেন মেহজাবীন।

মেহজাবীন ও রাজীবের একাধিক ঘনিষ্ঠজন তাঁদের বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।
মেহজাবীনও প্রথম আলোকে তাঁর এই বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। তবে কবে, কোথায়, কখন কী অনুষ্ঠান, এসব বিষয়ে কিছুই জানাতে চাননি। এদিকে মেহজাবীন-রাজীবের এক ঘনিষ্ঠজন এই প্রতিবেদককে বলেন, ‘তারা দুজন বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমরা দাওয়াত পেয়েছি। এর বাইরে আপাতত কিছুই বলতে পারছি না। ওরা দুজন যদি কিছু জানায়, সেটা তাদের পক্ষ থেকেই জানাবে।’

মেহজাবীন ও রাজীবকে একসঙ্গে দেশ-বিদেশে নানা সময় দেখা গেছে। কখনো তাঁরা ঘুরতে গেছেন, কখনো শুটিং কিংবা চলচ্চিত্র উৎসব-সম্পর্কিত নানা কাজে। এই সময়ে কখনো মেহজাবীন ও রাজীবের ঘনিষ্ঠ বন্ধুরাও সঙ্গে ছিলেন। তবে দুজনের প্রেমের সম্পর্কের কথা তাঁরা সবাই জানলেও কাউকে জানতে দেননি।

আরও পড়ুন
হাস্যোজ্জ্বল মেহজাবীন

২০২১ সালের ১৮ ডিসেম্বর, একটি হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আছেন মেহজাবীন ও আদনান। পেছনে কক্সবাজার সমুদ্রসৈকত। ছবিতে কালো শার্ট ও চোখে কালো চশমা পরা মানুষ রাজীবকে পাশ থেকে জড়িয়ে ধরে আছেন মেহজাবীন চৌধুরী।

পরিচালকের বুকে তাঁর হাত, মুখে হাসি—এমন একটি স্থিরচিত্র রাজীব তাঁর ভেরিফায়েড ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘ভালোই লাগে।’ ২০১৮ সালের ১১ আগস্ট রাজীবের সঙ্গে সিঁড়িতে বসে থাকার একটি ছবি পোস্ট করেন মেহজাবীন চৌধুরী। ক্যাপশনে লিখেছিলেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি, নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে যেখানে।’

সেই থেকেই এই অভিনেত্রী ও পরিচালকের সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন তৈরি হয়। এরপর কখনো তাঁদের একসঙ্গে বিপণিবিতানে হাত ধরে হাঁটতে দেখা গেছে, কখনো সিনেমা, রেস্তোরাঁয় আড্ডাসহ বিশেষ দিনগুলোতেও পাশাপাশি পাওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যমে তাঁদের সম্পর্কের গুঞ্জনের খবর প্রকাশিত হলেও মুখ খোলেননি কেউ।

মেহজাবীন ও আদনান
ছবি : ফেসবুক

ছয় বছর আগে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীন ও রাজীবের হাত ধরে হাঁটার একটি ভিডিও ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হয়। এ প্রসঙ্গে তখন মেহজাবীন প্রথম আলোকে জানিয়েছিলেন, তাঁরা বন্ধু বৈ কিছু নয়। বন্ধুটি যেন পেছনে পড়ে না যান, সে কারণেই হাত ধরেছিলেন। জানিয়েছিলেন, বিয়ে করলে সবাইকে আগেই জানাবেন।

‘নির্মাতার সঙ্গে নায়িকার প্রেম নতুন নয়’, তাঁদের রোমান্টিক স্থিরচিত্র নিয়ে অনেক সময় ভক্তরাও নানা মন্তব্য করেছেন। ফেসবুকে বাংলা নাটক, সিনেমাপ্রেমীদের গ্রুপে আদনান-মেহজাবীনের ছবি নিয়ে বেশির ভাগ মন্তব্যই এমন। ‘প্রেম তো করছেন, এখন বলেন বিয়ে করেছেন কি না?’ ভক্তদের মতো তাঁদের কাছের কেউ তখন এ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করলে ফোনকল ও খুদেবার্তার কোনো জবাব দেননি তাঁরা। অবশেষে গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে দুজনের বিয়ের খবরটি প্রকাশ্যে এসেছে।  

এদিকে মেহজাবীন ও রাজীবের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গনে তাঁদের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বেশ খুশি। তাঁদের মতে, সুন্দর মনের দুজন মানুষ একসঙ্গে জীবন শুরু করছেন, এর চেয়ে আনন্দের খবর তো আর হতে পারে না। তাঁদের জন্য দোয়া ও শুভকামনা।

ছোট পর্দার অভিনয়শিল্পী মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’ গত বছরের শেষ দিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। মেহজাবীন অভিনীত ছবিটির প্রযোজক ছিলেন আদনান আল রাজীব।

আরও পড়ুন