চ্যাম্পিয়নস ট্রফির এক দিন আগে লকি ফার্গুসনকেও হারাল নিউজিল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে পড়লেন নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসনপ্রথম আলো

এক দিন পরেই শুরু চ্যাম্পিয়নস ট্রফি। করাচিতে বুধবার উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সেই ম্যাচের এক দিন আগে দুঃসংবাদ শুনল নিউজিল্যান্ড। ডান পায়ের চোটে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে পড়েছেন দলটির পেসার লকি ফার্গুসন। তাঁর পরিবর্তে নিউজিল্যান্ড দলে নিয়েছে আরেক পেসার কাইল জেমিসনকে।

নিউজিল্যান্ডের হয়ে ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা জেমিসন সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। তিন সংস্করণ মিলিয়ে ৩০ বছর বয়সী জেমিসন সর্বশেষ নিউজিল্যান্ডের জার্সি গাঁয়ে চড়িয়েছেন গত বছরের ফেব্রুয়ারিতে টেস্টে।

ফার্গুসনকে হারিয়ে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বপ্ন বড় ধাক্কাই খেল। চোটের কারণে এ সপ্তাহেই আরেক পেসার বেন সিয়ার্সকে হারায় কিউইরা। সিয়ার্সের জায়গায় জ্যাকব ডাফিকে দলে নেয় নিউজিল্যান্ড।

না খেললেন পাকিস্তান ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড দলের সঙ্গে ছিলেন ফার্গুসন
এএফপি

সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টোয়েন্টি টুর্নামেন্ট চলার সময় পাওয়া চোট ফার্গুসনকে খেলতে দেয়নি পাকিস্তান ত্রিদেশীয় সিরিজে। তবে এরপর আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন ফার্গুসন। কিন্তু শেষ পর্যন্ত সেই চোটেই চ্যাম্পিয়ন ট্রফির দল থেকে ছিটকে গেলেন ফার্গুসন।

আরও পড়ুন

সিয়ার্সের পর ফার্গুসনকেও হারিয়ে হতাশ নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডের, ‘লকির (ফার্গুসন) জন্য দুঃখ হচ্ছে। লকি আমাদের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র। ওর বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা কাজে লাগত। আমরা জানি আরেকটি বড় টুর্নামেন্টে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করতে সে মুখিয়ে ছিল। সে দ্রুত সুস্থ হয়ে উঠবে এই প্রার্থনাই করছি।’

আরও পড়ুন