রাজধানীর খিলগাঁওয়ে কথা-কাটাকাটি থেকে মারধরে এক হকার নিহত
রাজধানীর খিলগাঁওয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধরের শিকার হয়ে মো. মইজ উদ্দিন (৪৪) নামের এক হকার নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম মুগদা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে গতকাল দিবাগত রাতে তাঁর মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, মইজ উদ্দিনের কপাল, মুখমণ্ডল, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতজনিত কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর বাইরে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, রোববার সন্ধ্যায় নন্দিপাড়া এলাকায় চা, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় সুজন ও মনিরের সঙ্গে কথা-কাটাকাটি হয় মইজ উদ্দিনের। একপর্যায়ে তাঁরা তাঁকে ব্যাপক মারধর করেন। পরে মুগদা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মইজ উদ্দিনের বোন নয়নতারা বাদী হয়ে মামলা করেছেন।
নিহত মইজ উদ্দিনের ভাতিজা আব্দুল মান্নান বলেন, মহিজ উদ্দিন ফুটপাতে কাপড়ের ব্যবসা করতেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়। থাকতেন খিলগাঁওয়ের নন্দিপাড়া এলাকায়। স্ত্রী অন্যত্র থাকতেন। পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না। তাঁর এক ছেলে মোহন মালয়েশিয়াতে থাকেন।