ঢাকা     রোববার   ০৬ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৩ ১৪৩১

বইমেলায় সাদিয়া সুলতানার সপ্তম উপন্যাস ‘উঠল্লু’

ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৬:৪৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
বইমেলায় সাদিয়া সুলতানার সপ্তম উপন্যাস ‘উঠল্লু’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক সাদিয়া সুলতানার সপ্তম উপন্যাস ‘উঠল্লু'।

উপন্যাস সম্পর্কে সাদিয়া সুলতানা রাইজিংবিডিকে বলেন, “উঠল্লু শব্দের আভিধানিক অর্থ যার স্থায়ী বাসস্থান নেই। এক অর্থে যাযাবর। বাংলাদেশে যুগে যুগে যাদেরকে মোহাজের, অবাঙালি, অস্থানীয়, বিহারি, উদ্বাস্তু, রিফুজি, রিফিউজি, মাউরা, উর্দুভাষী বাংলাদেশি ইত্যাদি নামে পরিচিত হতে হয়েছে তাদের প্রকৃত পরিচয় কী? তারা কি আসলেই উঠল্লু?”

“সৈয়দপুর শহরের বিভিন্ন ক্যাম্পে ঘুরতে ঘুরতে গোলাহাট ক্যাম্পের হামিদা বিবির মতো আমার মনেও এই প্রশ্ন জেগেছে। উত্তর খুঁজতে গিয়ে উপলব্ধি করেছি এই প্রশ্নের উত্তর পাওয়া সহজ নয়। তবে উত্তর খুঁজে না পেলেও ‘উঠল্লু’ লিখতে লিখতে মনে অন্তত নতুন কিছু প্রশ্নের জন্ম হয়েছে, আপাতত এটাই স্বস্তির। কেন? আসলে নতুন নতুন প্রশ্ন জন্ম নেওয়ার অর্থই তো নতুন করে পথে নামার সম্ভাবনা তৈরি হওয়া। আর পথে নামলেই নিশ্চিত রঙিন ধূলার সঙ্গে সন্ধি হবে, যেই ধূলা শরীরে মেখে আবাবিলের মতো বাহারি খোয়াব দেখার সুযোগও মিলবে।”

আরো পড়ুন:

উপন্যাসটি প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশনী। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন সেলিম হোসেন সাজু। বইমেলায় পাওয়া যাচ্ছে ঐতিহ্যের স্টলে (প্যাভিলিয়ন নম্বর ২৮)।

ঢাকা/এসবি 


সর্বশেষ

পাঠকপ্রিয়