জন সচেতনতা ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ সম্ভব নয়: ইলিয়াস কাঞ্চন
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সুধী সমাবেশে বক্তব্য রাখেন ইলিয়াস কাঞ্চন
জন সচেতনতা ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘‘সড়ক দূর্ঘটনা রোধে সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে। জন সচেতনতা ছাড়া সড়ক দূর্ঘটনা রোধ করা সম্ভব নয়।’’
‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’— প্রতিপাদ্য সামনে রেখে নিসচার সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। নিসচার সাতক্ষীরা জেলা উপদেষ্টা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম বাবলার সভাপতিত্বে সূধী সমাবেশে ইলিয়াস কাঞ্চন এ কথা বলেন।
সমাবেশে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘‘আপনার এলাকায় যে সড়ক দূর্ঘটনা হচ্ছে, সেগুলো দূর করার জন্য আপনাদের কাজ করতে হবে। আমার জীবনে একটি মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। সেখানে আমার প্রিয়তমা স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারাই। এমন ঘটনা আপনার জীবনেও ঘটতে পারে। নিরাপদ সড়ক আমার ব্যক্তিগত আন্দোলন হলেও পরবর্তীতে এটি রাষ্ট্রীয় আন্দোলনে রূপ নেয়। বর্তমানে সরকারিভাবে নিরাপদ সড়ক চাই দিবসটি পালিত হচ্ছে। আমাদের উদ্দেশ্য সড়কে প্রাণহানি কমানো।’’
তিনি আরো বলেন, ‘‘তাড়াহুড়া করে সড়কে চলার চেষ্টা করবেন না। একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না হতে পারে। দূর্ঘটনার পর ভেঙে পড়তে পারে আপনার পরিবার। এখন মোটর সাইকেলে দূর্ঘটনার হার বেশি। প্রপারলি ট্রেনিং না নিলে এবং ড্রাইভিং লাইসেন্স না থাকলে দূর্ঘটনা বেশি হয়। তাই ড্রাইভিং এর জন্য ট্রেনিং নিতে হয়।’’
স্বাগত বক্তব্য রাখেন নিসচা জেলা সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিসচা মহাসচিব এস এম আজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুর রহমান, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক নূর মোহাম্মাদ পাড় ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান লিটু।
ঢাকা/শাহীন/বকুল