ডিআইজি মোল‍্যা নজরুলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতফাইল ছবি

রাজধানীর গুলশান কমার্স কলেজের ছাত্র ফাহিম হোসেন হত্যাচেষ্টা মামলায় পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল‍্যা নজরুল ইসলামকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) মো. ছানাউল্লাহ আজ রোববার এ আদেশ দেন। মোল‍্যা নজরুল রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত।

মোল্যা নজরুল ইসলামকে আজ বিকেলে আদালতে হাজির করে ফাহিম হোসেন হত্যাচেষ্টা মামলায় ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ড আবেদনের বিরোধিতা করে তাঁর জামিনের আবেদন করা হয়।

রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, গত ২২ জুলাই গুলশান এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া কলেজছাত্র ফাহিম গুলিবিদ্ধ হয়। এ মামলায় মোল্যা নজরুলের নাম এজাহারে রয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনের জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

তবে মোল্যা নজরুলের আইনজীবী ইয়াসিন আরাফাত আদালতের কাছে লিখিতভাবে জানান, রাজনৈতিক বিবেচনায় মোল্যা নজরুলকে এই মামলায় জড়ানো হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত মোল্যা নজরুলকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

গতকাল শনিবার রাজশাহী জেলা পুলিশের সহায়তায় সারদার পুলিশ একাডেমি থেকে মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

মোল্যা নজরুল ইসলাম ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়ার পর ২০২২ সালের মাঝামাঝি থেকে প্রায় এক বছর গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ছিলেন। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন।

ছাত্র–জনতার আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মোল্যা নজরুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছিল। পরে তাঁকে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়। তখন থেকে সেখানে ছিলেন তিনি।