ঢাকা     মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৫ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ২৯ জানুয়ারি ২০২৫  
পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ জানুয়ারি) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১১২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৭.৯৫ পয়েন্ট কমে ১ হাজার ১৩৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৬৭ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরো পড়ুন:

ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৪টি কোম্পানির, কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত আছে ৬৫টির।

এদিন ডিএসইতে মোট ৩১৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৫.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭১৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৫৩.৩২ পয়েন্ট কমে ১৪ হাজার ৩২২ পয়েন্টে, শরিয়াহ সূচক ৭.৪৪ পয়েন্ট কমে ৯২৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৫৩.২৫ পয়েন্ট কমে ১১ হাজার ৮৭০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৫টি কোম্পানির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত আছে ২৩টির।

দিনশেষে সিএসইতে ৪ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়