ঢাকা     বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৭ ১৪৩১

মায়ের ডাকে সাড়া দিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ২৭ জানুয়ারি ২০২৫  
মায়ের ডাকে সাড়া দিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

পঞ্চগড়ে মায়ের ডাকে সাড়া দিতে গিয়ে হাসপাতালের ছাদ থেকে নিচে পড়ে পাঁচ বছর বয়সী শিশু সোলায়মানের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা শহরের প্রাইম ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ঘটনাটি ঘটে। পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচএসএম সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মারা যাওয়া সোলায়মান সদর উপজেলার মাগুরা ইউনিয়নের ধনীপাড়া এলাকার কাঠমিস্ত্রি রহিবুল ইসলামের ছেলে।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের বরাতে মারা যাওয়া শিশুর চাচা আশাদুল ইসলাম জানান, প্রাইম ক্লিনিকে তার ভাবি সালমা বেগমের বোন অরিফা খাতুন সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন। সেই নবজাতককে দেখতে মায়ের সঙ্গে সোলায়মান ক্লিনিকে যায়। সবার অগোচরে সোলায়মান ক্লিনিকের তিন তলায় উঠে ঘোরাঘুরি করতে থাকে।

তিনি আরো জানান, সালমা বেগম ছেলেকে দেখতে না পেয়ে ক্লিনিকের আশেপাশে খুঁজতে শুরু করেন। তিনি সোলায়মানের নাম ধরে ডাক দিলে ক্লিনিকের ছাদ থেকে নিচে উঁকি দেয় শিশুটি। এসময় সে ক্লিনিকের ছাদ থেকে পাশের একটি একতলা ভবনের ছাদে পড়ে যায় এবং তার মাথায় আঘাত লাগে। পরে স্বজনরা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে সোলায়মানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচ এস এম সোহরাওয়ার্দী বলেন, “আমরা মরদেহের সুরতহাল করেছি। শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ হস্তান্তর করা হবে। পরিবারটির কোনো অভিযোগ পাইনি।”

ঢাকা/নাঈম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়