ঢাকা     মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৬ ১৪৩১

আমরা রক্তচক্ষু পরোয়া করি না: জামায়াতের আমির

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ১৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:২২, ১৭ জানুয়ারি ২০২৫
আমরা রক্তচক্ষু পরোয়া করি না: জামায়াতের আমির

চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে শুক্রবার জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা মানবিক, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম করব। এর আগে আমরা থামব না। আল্লাহর কসম থামব না। আমরা রক্তচক্ষু পরোয়া করি না। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না।’

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “দীর্ঘ ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। তাদের (আওয়ামী লীগ) দুঃশাসনকালে জামায়াতের বহু নেতাকর্মীকে ক্রসফাযারের নামে হত্যা করা হয়েছে। শুধু জামায়াত নয়, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকেউ ছাড় দেওয়া হয়নি।” 

আরো পড়ুন:

তিনি বলেন, “এমন উন্নয়ন কাজ ফ্যাসিস্ট সরকারের প্রধান করেছিলেন যে, ৫ আগস্ট নিজেদরের রান্না করা ভাতটাও খেয়ে যেতে পারেনি। দেশ ত্যাগ করেছেন, দেশে ফিরে আসেন, কাশিমপুর কারাগার আপনার জন্য অপেক্ষা করছে।” 

জামায়াতের আমির বলেন, “চুয়াডাঙ্গার বিগত দিনের রাজনৈতিক নেতারা সব স্থান থেকে কমিশন খেয়ে টাকার পাহাড় গড়ে পালিয়েছেন। কথা দিচ্ছি, জামায়াতে ইসলামীকে আপনারা ক্ষমতায় পাঠালে ইনসাফ অনুযায়ী চুয়াডাঙ্গার উন্নয়ন হবে।” 

চুয়াডাঙ্গা জেলা জামায়েত ইসলামীর আমির মো. রুহুল আমিনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, সাবেক আমির আনোয়ারুল হক মালিক ও মাওলানা আজিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়