ঢাকা     সোমবার   ১৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১ ১৪৩২

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ১৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৩৪, ১৭ জানুয়ারি ২০২৫
মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোররাতে উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়ার রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)।

নিহত রুবেল বড়ুয়ার ভাই বিপ্লব বড়ুয়া বলেন, ‘‘রুবেল, সানি ও নিপু গত রাতে কোনো এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফিরছিলেন। সুফিয়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রামমুখী লেনে তাদের মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে।’’

আরো পড়ুন:

জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘‘অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।’’

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়