শীত কিছুটা বাড়তে পারে কাল থেকে
দেশে আজ তাপমাত্রা মোটামুটি গতকালের মতোই আছে। তবে উত্তরাঞ্চলের কিছু কিছু স্থানে তাপমাত্রা কিছুটা কমেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, টানা তিন দিন ধরে তাপমাত্রা বেড়ে যাওয়ার পর আগামীকাল বুধবার থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করতে পারে। দুই দিন এ অবস্থা চলতে পারে। তবে এ দফায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে, ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেই অনুযায়ী আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কমে গেছে। কিন্তু দেশের অন্যত্র তাপমাত্রা মোটামুটি গতকালের মতোই আছে। কিছু স্থানে বেড়েছে।
আজ শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকালও তা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের আরেক শীতপ্রবণ এলাকা চুয়াডাঙ্গার আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। নওগাঁর বদলগাছীতে আজকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, গতকাল এটি ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানীতে কিন্তু আজকের তাপমাত্রা খানিকটা বেড়েছে। আজ এ নগরীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা আজ প্রথম আলোকে বলেন, গতকালের সঙ্গে আজকের তাপমাত্রার তেমন কোনো হেরফের না হলেও আগামীকাল থেকে তাপমাত্রা কমতে পারে। পরপর দুই দিন তাপমাত্রা এভাবে কমতে পারে। তবে দুই দিন পর তাপমাত্রা আবার বাড়তে পারে। আবার শনিবার থেকে (১৮ জানুয়ারি) তাপমাত্রা কমে যেতে পারে। তখনো তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা কম।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ডিসেম্বরে সার্বিক তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৭ শতাংশ বেশি ছিল। তবে এ মাসের একেবারে শেষ দিকে শীতের তীব্রতা বাড়তে শুরু করে। কয়েক দিন থাকার পর তা আবার কমে আসে। মাঝে দিন তিনেক ঘন কুয়াশাও ছিল। এরপর শীত কমেছে আবার বেড়েছে। তিন দিন মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহের পর গত রোববার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে।