সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জে আবারো ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিষিদ্ধ সংগঠনটির সদর উপজেলার সাবেক সহ-সভাপতি এম এম মাহমুদ হাসান মিলনের নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি জেলা শহরের পাবলিক হল মোড় হয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন: গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল 

আরো পড়ুন:

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জবি শাখার ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

গোবিপ্রবিতে ছাত্রলীগ নেতার সনদ তুলতে ছাত্রদল নেতার সহায়তা, অতঃপর…

এসময় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা বীরের বেশে-আসবে ফিরে বাংলাদেশে’, ‘শেখ হাসিনার ভয় নাই-রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দিতে থাকেন।

গোপালগঞ্জ সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম এম মাহমুদ হাসান মিলন বলেন, “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে ফিরিয়ে আনা না পযর্ন্ত আমাদের সংগ্রাম চলবে।” 

ঢাকা/বাদল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ প লগঞ জ

এছাড়াও পড়ুন:

আকাশসীমায় নজরদারি বাড়িয়েছে পাকিস্তান

ভারতের সম্ভাব্য হামলা নিয়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যে নিজেদের আকাশসীমায় নজরদারি জোরদার করেছে পাকিস্তান। পাকিস্তানের বিমানপরিবহন–সংশ্লিষ্ট সূত্রগুলো বুধবার এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) দেশটির আকাশসীমা দিয়ে চলাচলকারী দেশি-বিদেশি সব ফ্লাইট চলাচলের ওপর নজরদারি চালানোর নির্দেশনা দিয়েছে। বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইটগুলো বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিমানবন্দরগুলোতেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, সন্দেহজনক যেকোনো উড়োজাহাজের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ফ্লাইট নিয়ে সন্দেহ হলে উচ্চপর্যায়ের অনুমোদন ছাড়া ক্লিয়ারেন্স দেওয়া হবে না।

গাড়ি তল্লাশি করছেন ভারতের এক পুলিশ। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে, ৩০ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ