কনটেন্ট ক্রিয়েটর পরিবার নিয়ে করা নাটকে বাস্তবতার সঙ্গে মিল
Published: 30th, April 2025 GMT
‘বর্তমান সমাজের সঙ্গে মিল আছে এ নাটকের’, ‘এখনকার সময়ের বাস্তবচিত্র..’, এমন হাজারো মন্তব্যে ছেয়ে গেছে ইউটিউবে একটি নাটকের মন্তব্যের ঘর। মহিদুল মহিম পরিচালিত ‘হ্যালো গায়েজ’ নাটকের কথা বলছি। নাটকটি দেখে ইউটিউবে মন্তব্য করেছেন প্রায় সাত হাজার দর্শক। শুধু তা–ই নয়, নাটকটি এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে তিনে রয়েছে, আর নাটকের মধ্যে প্রথমে। ইউটিউবে নাটকটির ভিউ ছাড়িয়েছে ৫৬ লাখ।
‘হ্যালো গায়েজ’ নাটকের গল্প আবর্তিত হয়েছে এক কনটেন্ট ক্রিয়েটর পরিবারকে ঘিরে। যারা জীবনের সব মুহূর্ত ভাগ করে নেয় অনলাইনে। পরিবারের বিভিন্ন সংকট থাকলেও দর্শকের সামনে চাকচিক্য উপস্থাপন করেন। তবে একটা সময় পড়ে তাদের ভুল ভাঙে। তারা বাস্তবতা উপলব্ধি করে। রিলস যে আমাদের জীবনের সুন্দর মুহূর্ত কেড়ে নিচ্ছে, তা ওঠে এসেছে নাটকটিতে। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল।
‘হ্যালো গায়েজ’ নাটকের দৃশ্য.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তরমুজ তুলতে মাঠে নারী শ্রমিক
২ / ৯পুরুষের পাশাপাশি নারীরাও তরমুজের মাঠে কাজ করছেন।