মে দিবস সারাবিশ্বের শ্রমিকদের অধিকার আদায়ের দিন। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানমালায় যুক্ত হয়েছে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান। থাকছে নাটক ‘জন হেনরি’। শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও গাওয়া ‘নাম তার ছিল জন হেনরি’ গানের ছায়া অবলম্বনে নাট্যকার জামিউর রহমান লেমন ১৯৮৫ সালে ‘জন হেনরি’ নামে একটি মঞ্চনাটক লিখেছিলেন।

এ নাটকটি এবার টিভি নাটকের আঙ্গিকে নাট্যরূপ দিয়েছেন তিনি। নাটকটির দৃশ্যধারণ হয়েছে বিটিভির স্টুডিওতে। গোলাম মোর্শেদের প্রযোজনায় নাটকটি প্রচারিত হবে আজ বৃহস্পতিবার রাত ৯টায় বিটিভিতে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম দ বস ন টক

এছাড়াও পড়ুন:

তরমুজ তুলতে মাঠে নারী শ্রমিক

২ / ৯পুরুষের পাশাপাশি নারীরাও তরমুজের মাঠে কাজ করছেন।

সম্পর্কিত নিবন্ধ