আড়াইহাজার আবারো মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি আহত ২
Published: 30th, April 2025 GMT
আড়াইহাজারে আবারও বীরমুক্তিযোদ্ধার বাড়িসহ দুই বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বড় বিনাইরচর গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। এই ঘটনায় আহত হয়েছে ২ জন।
গৃহকর্তা রফিকুল ইসলাম ডালু জানান, রাত আনুমানিক ২টা সময় ১৫/২০ জনের মুখোশ পরিহিত ডাকাতদল দরজা ভেঙ্গে তার বাড়ীতে প্রবেশ করে। প্রথমে আমার বড় ভাই বীরমুক্তিযোদ্ধা বিএম কামরুজ্জমান ফারুকের কারখানা ঢুকে ম্যানাজার মোমেনকে পিটিয়ে আহত করে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এর পর আমার ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ীর সকলকে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। বাধা দেওয়ায় আমার ভাতিজা নাবিলকে কুপিয়ে আহত করে।
এরপর ডাকাতদল একে একে আমার ৪টি ভাড়াটিয়ার ঘরে ঢুকে নগদ ৭৫ হাজার টাকা লুটে নেয়। আহত মোমেন ও নাবিলকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি। সহকারী পুলিশ সুপার সি সার্কেল মেহেদী হাসান জানান, খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগ–সংশ্লিষ্টতার অভিযোগে ‘সাংবাদিককে মারধর’
ফাইল ছবি