পদ্মা সেতুতে ইটিসি সিস্টেম ব্যবহারে চুক্তি স্বাক্ষর
Published: 30th, April 2025 GMT
পদ্মা সেতুতে ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম ব্যবহারের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং পূবালী ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, ডাচ বাংলা ব্যাংক পিএলসি ও নগদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।
সেতু বিভাগের সচিব বলেছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান টোল আদায় কার্যক্রমের ক্ষেত্রে স্বস্তি, সময় সাশ্রয় ও সেবা সহজ করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনার আলোকে ইটিসি সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, এ চুক্তি স্বাক্ষর দ্রুত ও নির্বিঘ্নে যানবাহন চলাচল এবং পদ্মা, যমুনা ও কর্ণফুলী টানেলসহ সেতু বিভাগের অধীন সেতুগুলোতে টোল আদায় সহজ করা, সময় সাশ্রয় ও প্রযুক্তিনির্ভর করার ক্ষেত্রে বিরাট মাইলফলক।
এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে পরিচালক (অর্থ ও হিসাব) এবং যুগ্ম সচিব খন্দকার নূরুল হক এবং পুবালী ব্যাংক পিএলসির পক্ষে উপ-মহাব্যবস্থাপক মো.
অনুষ্ঠানে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মুঠোফোনের জন্য রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ কিশোরের বিরুদ্ধে
নাটোরে ১৬ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে খোরশেদ আলী নামে এক রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের তেগাছি গ্রামে আজ বুধবার সন্ধা সাড়ে সাতটার দিকে খোরশেদ আলীকে ছুরিকাঘাত করা হয়। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত খোরশেদ আলী (২৫) দিঘাপতিয়া ইউনিয়নের ইউনুছ আলীর ছেলে। অভিযুক্ত কিশোর (১৬) একই ইউনিয়নের বাসিন্দা এবং এবারের এসএসসি পরীক্ষার্থী।
নাটোর সদর থানা সূত্রে জানা যায়, খোরশেদ আলী ঢাকায় রিকশা চালান। সম্প্রতি তিনি বাড়িতে এসেছেন। ওই কিশোরের একটি মুঠোফোন কয়েক দিন আগে হারিয়ে যায়। এ ঘটনার জন্য সে খোরশেদ আলীকে সন্দেহ করেন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই ঘটনার জের ধরে নিজ এলাকায় তার সঙ্গে খোরশেদ আলীর বাক্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই কিশোর খোরশেদের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ। পরে স্থানীয় লোকজন খোরশেদ আলীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর গা–ঢাকা দিয়েছে। তাকে ধরতে পুলিশের বিভিন্ন দল মাঠে নেমেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ করা হলেও লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ লেখার প্রস্তুতি চলছে।