ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন গত ১১ বছরেরও বেশি সময় ধরে ভাত খাওয়া থেকে বিরত রয়েছেন। 

২০১৪ সালে মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রান্না করা খাবার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেলে দেন। এ ঘটনার পর থেকে তিনি ভাত খাওয়া বন্ধ করে দেন। 

এই সিদ্ধান্তের পর থেকে তার শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যেতে শুরু করে। ধীরে ধীরে নানা রোগ বাসা বাঁধে। সম্প্রতি জানা গেছে, তিনি ক্যান্সারে আক্রান্ত। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলমান ছিল।

নিজাম উদ্দিনের এই ঘটনা সম্প্রতি বিএনপির মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে প্রকাশ করলে বিষয়টি নজরে আসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। 

তার নির্দেশে বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে একটি প্রতিনিধিদল ফরিদপুরে নিজাম উদ্দিনের খোঁজখবর নিতে যান। সেই দলে ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা.

রফিকুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’- এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। 

তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে নিজাম উদ্দিনের উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের ব্যবস্থা করেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার টিভি হাসপাতালে নেওয়া হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহজাহান আলী বলেন, “নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। তার শারীরিক অবস্থা জটিল। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আসছিলাম। তবে তার অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা প্রয়োজন ছিল। আমরা তার পরিবার ও দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি।”

এসময় ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনসহ জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, নিজাম উদ্দিন বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল রয়েছেন। এতে তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হয়ে পড়ছে। এ কারণে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

নিজাম উদ্দিনের এই অবস্থা এবং তার প্রতিজ্ঞার বিষয়টি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

ঢাকা/তামিম/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ অবস থ

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা নীলফমারী জেলা বিএনপি’র সাবেক সভাপতি, নীলফমারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩০ এপ্রিল) সাড়ে ৫ টার দিকে আদমজী চাষাড়া সড়কে ইপিজেড এর সামনে নারায়ণগঞ্জে বসবাসরত রংপুর বিভাগীয় বিএনপি সমর্থক গোস্ঠীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, রংপুর বিভাগ তরুণ দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক এস, এম খোরশেদ আলম, নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের সদস্য সচিব আরিফ মুন্সী, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন ভূঁইয়া, নীলফামারী জেলা তাঁতী দলের সদস্য মোঃ খোকা, লালমনিরহাট জেলা তাঁতি দলের সদস্য আশরাফ আহমেদ খান, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সদস্য নিতাই সরকার ,সঞ্চালনায় জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা জাসাস, ও এলাকাবাসী। 

তারা সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী হইতে বিক্ষোভ মিছিল পরিচালনা শুরু করেন এবং আদমজী ইপিজেড এর সামনে অবস্থান করেন। 

এসময় মানববন্ধনে নারায়ণগঞ্জে বসবাসরত রংপুর বিভাগীয় বিএনপি সমর্থক গোস্ঠী নেতারা বলেন, এই দায়েরকৃত মিথ্যা মামলার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে।

আমরা অন্তবর্তী সরকারের কাছে এই মামলা সঠিক তদন্তের মাধ্যমে নীলফমারী জেলা বিএনপি’র সাবেক সভাপতি, নীলফমারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তির দাবি জানাই।

বক্তারা আরো বলেন, এটি একটি ষড়যন্ত্র মূলক মামলা তাকে মিথ্যা আসামী বানিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়। আমরা চাই দ্রুত যেন তার মুক্তি দেওয়া হয়।
 

সম্পর্কিত নিবন্ধ