জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ ও ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ইমরান আহমদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত বছরের ২০ অক্টোবর রাতে রাজধানীর বনানী থেকে ইমরান আহমদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন রাজধানীর পল্টন থানায় মানব পাচার প্রতিরোধ আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়।

সিলেট–৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইমরান আহমদ। ২০১৮ সালে তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরের বছর তাঁকে এই মন্ত্রণালয়ের মন্ত্রী করেছিলেন শেখ হাসিনা। ২০২৪ সালের নির্বাচনের পর গঠিত শেখ হাসিনার সরকারেও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী হয়েছিলেন ইমরান আহমদ।

আরও পড়ুনমানব পাচার মামলায় সাবেক মন্ত্রী ইমরান আহমদের তিন দিনের রিমান্ড২১ অক্টোবর ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মন ত র

এছাড়াও পড়ুন:

চ‌ব্বিশ ঘণ্টার ম‌ধ্যে রইস হত্যাকারি‌দের গ্রেপ্তার দা‌বি

সংগঠ‌নের ঢাকা মহানগর দক্ষিণের সা‌বেক সভাপতি মোহাম্মদ রইস উদ্দিন হত‌্যার স‌ঙ্গে জ‌ড়িত‌দের চ‌ব্বিশ ঘন্টার ম‌ধ্যে গ্রেপ্তা‌রের দা‌বি জা‌নি‌য়ে‌ছে বাংলা‌দেশ ইসলামী ছাত্রসেনা।

সোমবার (২৮ এপ্রিল) বিকে‌লে জাতীয় প্রেসক্লাবের সাম‌নে অনু‌ষ্ঠিত বি‌ক্ষোভ এই কর্মসূচি থে‌কে সংগঠনের নেতাকর্মীরা এ দা‌বি ক‌রেন।

বক্তারা বলেন, আমা‌দের নেতা রইসের হত্যাকাণ্ড সম্পূর্ণ পরিকল্পিত। মব জাস্টিসের কারণে এমন পরিস্থি‌তির শিকার হ‌য়ে‌ছেন তি‌নি। এ হত্যাকাণ্ডের পেছনে এক‌টি উগ্রবা‌দি অপশক্তি কাজ করছে। পুলিশের অবহেলাও র‌য়ে‌ছে।

তারা বলেন, ২০১৩ সালের নুরুল ইসলাম ফারুকীর হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় উগ্র গোষ্টি আবারও মাথাছাড়া দিয়ে উঠ‌ছে। তা‌রাই  নৃশংসভা‌বে রইস‌কে খুন ক‌রে‌ছে। তা‌কে যেভাবে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হ‌য়ে‌ছে তা মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে। ২৬ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন অনুষ্ঠান সফ‌লে ব্যাপক তৎপরতার কার‌ণে উগ্রবা‌দি গোষ্ঠী তা‌কে টা‌র্গেট ক‌রে।

ছাত্রসেনা ঢাকা নগর নেতা মোহাম্মদ আবুল হাসানের সভাপতিত্বে বি‌ক্ষোভ সমা‌বে‌শে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী, গোলাম মাহমুদ ভূইয়া মানিক, অ্যাডভোকেট ইকবাল হাসান, মুহাম্মদ আব্দুল হাকিম, ক্যানসার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার, অ্যাডভোকেট আবদুল হালিম, ইমাম হোসাইন রেজা, মাওলানা আলমগীর যুক্তিবাদী, কাজী মুহাম্মদ তৈয়ব আলী, কাজী জসিম উদ্দীন নুরী, রেহানে মুস্তফা, কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি, তোফায়েল হোসেন, আমান উল্লাহ আমান, অ্যাডভোকেট নিয়াজ মোহাম্মদ লিংকন, বুলবুল আহমদ মোমেনশাহী প্রমুখ।

সমা‌বেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে নেতাকর্মীরা বি‌ক্ষোভ মি‌ছিল বের ক‌রে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের গি‌য়ে শেষ হয়।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • সাবেক সচিবের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধানে দুদক 
  • জবির বায়োকেমিস্ট্রি বিভাগে ৮ বছর ধরে একই চেয়ারম্যান
  • ঢাবি উপাচার্যের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ
  • বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক
  • বাংলাদেশে আসতে চায় চীনা ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট
  • বাংলাদেশে বিনিয়োগ করতে চায় চীনা বহুজাতিক কোম্পানি টেনসেন্ট
  • বাংলাদেশে আসতে চায় চীনা বহুজাতিক কোম্পানি টেনসেন্ট, কী ব্যবসা করে তারা
  • হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বনাম আহমদ ছফার গাভী বিত্তান্ত
  • চ‌ব্বিশ ঘণ্টার ম‌ধ্যে রইস হত্যাকারি‌দের গ্রেপ্তার দা‌বি