শান্তর ক্যাচ মিসে নতুন জীবন আরভিনের
Published: 30th, April 2025 GMT
মিরাজের বল ঠেকাতে চেয়েছিলেন ক্রেইগ আরভিন। কিন্তু ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর দিকে। কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। আরভিনের রান তখন ১৬। ২৪ ওভার শেষে জিম্বাবুয়ের রান ৬৪। কারেন ২৯ ও আরভিন আছেন ২৩ রানে। জিম্বাবুয়ে পিছিয়ে আছে ১৫৩ রানে।
উইলিয়ামসকে ফেরালেন নাঈম
চা বিরতির পর নেমে ২২ রানে তৃতীয় উইকেট হারাল জিম্বাবুয়ে। নাঈম হাসানের বলে সাদমানের দুর্দান্ত ক্যাচে ফিরেন উইলিয়ামস (৭)। এখনো বাংলাদেশের চেয়ে ১৯৫ রানে পিছিয়ে জিম্বাবুয়ে। ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের রান ২২। কারেনের নতুন সঙ্গী আরভিন।
তিন বলের ব্যবধানে দুই উইকেট তাইজুলের
লিডের পাহাড়ে চাপা পড়েছে জিম্বাবুয়ে। ৪৪৪ অলআউট হয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে ২১৭ রানের লিড নেয়। এরই মধ্যে সপ্তম ওভারে তিন বলের ব্যবধানে জিম্বাবুয়ের দুই উইকেট শিকার করেন তাইজুল। প্রথমে বেনেটকে সাদমানের ক্যাচ বানিয়ে ফেরান।
এরপর ক্রিজে নতুন ব্যাটসম্যান হিসেবে আসেন নিক ওয়েলচ। এক বল পরই তাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন আউট করলেন তাইজুল। মাঠের আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে এই লঙ্কানের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। ৮ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ১০ রান। ২৩ বলে ২ রানে বেন কারেন ও ৭ বলে ২ রানে আছেন উইলিয়ামস। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে থেমেছিল ২২৭ রানে।
মিরাজের আউটে বাংলাদেশের লিড ২১৭
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে চোর আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
সোনারগাঁয়ে চুরি হওয়া বিদ্যুতের ক্যাবলের ভিতরে থাকা তামার তারসহ আন্তঃবিভাগ চোর চক্রের সক্রিয় এক সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
আটককৃত চোর হলো- সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের পূর্ব সনমান্দী গ্রামের জাকারিয়ার বড় ছেলে ইউছুফ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান।
এঘটনায় সনমান্দী ইউনিয়নে বাসিন্দা মনির হোসেন নামে এক ব্যক্তি বাদি হয়ে তিন চোরের নামে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার (৩০ এপ্রিল) চোরকে আদালতে প্রেরণ করেন সোনারগাঁ থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ তারিখ আনুমানিক রাত ৪ ঘটিকার সময় ইউসুফ সহ পাঁচ ছয় জন চোর পঞ্চবটি চকে মনির হোসেনের মালিকাধীন ইরি ধানের স্কিমে থাকা বৈদ্যুতিক খুঁটি হইতে ৩০০গজ বৈদ্যুতিক ক্যাবল চুরি করে নিয়ে যায়। যাহার অনুমান মূল্য ত্রিশ হাজার টাকা।
পরবর্তীতে বৈদ্যুতিক ক্যাবল হইতে আগুনে পুরানো ৫.৫০ কেজি তামার তার জব্দ করিয়া পুলিশ হেফাজতে নেন।
পুলিশ জানায়, চোর চক্রের মূল হোতা ইউছুফ নিজে বৈদ্যুতিক ক্যাবল চুরি কথা স্থানীয় এলাকাবাসীর সামনে এবং পুলিশের কাছে স্বীকার করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, চুরি হওয়া বৈদ্যুতিক ক্যাবলের তামার তারসহ স্থানীয় এলাকাবাসী চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।