গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. ইসমাইল পালোয়ান (৪৬) নামে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ‘পেরেক’ মেরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ নবীল হোসেন নামে একজনকে আটক করেছে।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত ইসমাইল একই গ্রামের মৃত আলাউদ্দিন পালোয়ানের ছেলে। আটক নবীল হোসেন একই এলাকার রওশন আলীর ছেলে।

আরো পড়ুন:

নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

মাধবপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

নিহত ইসমাইলের ছেলে আলী পালোয়ান বলেন, “গোলজার হোসেন, তোফাজ্জল হোসেন, নবীল হোসেন ও সুফল হোসেন ধান কাটার সময় হামলা চালায়। তারা আমার বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং মোটা পেরেক দিয়ে গলায় আঘাত করে। পেরেক আমার বাবার গলার এক পাশ থেকে ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।”

 

কালীগঞ্জ থানার ওসি মো.

আলাউদ্দিন জানান, দীর্ঘদিন ধরেই ইসমাইলের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের জমি নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার বিষয়টি গ্রাম্য সালিশে নিষ্পত্তির চেষ্টা করা হলেও ব্যর্থ হয়। পরে এটি আদালত পর্যন্ত গড়ায়। বুধবার সকাল ১১টার দিকে ইসমাইল ও তার তিন ভাই নিজ জমিতে ধান কাটতে যান। এসময় তাদের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত গোলজার হোসেন, তোফাজ্জল হোসেন, নবীল হোসেন ও সুফল হোসেন একত্রিত হয়ে হাতুড়ি, পেরেক ও দেশীয় অস্ত্র নিয়ে ইসমাইলদের ওপর হামলা চালায়। হামলায় ইসমাইল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালেদা নুসরাত জানান, দুপুর ১২টার কিছু পর ইসমাইলকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি আলাউদ্দিন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রফিক/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য আটক অভ য গ

এছাড়াও পড়ুন:

রাঙামাটির বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শুকনাছড়া এলাকা থেকে অস্ত্রসহ একজনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। 

আটককৃত ব্যক্তির নাম সুরেশ ওরফে বিদ্যুৎ চাকমা (৪৪)। তিনি নানিয়ারচর থানার দেওয়ানপাড়া গ্রামের হরিদাস চাকমার ছেলে। 

সোমবার (২৮ এপ্রিল) শুকনাছড়া এলাকায় মেজর মো. আবু নাঈম খন্দকার এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

আটককৃত বিদ্যুৎ চাকমার কাছ থেকে ১টি এলজি অস্ত্র, ২ রাউন্ড গুলি, ১০টি চাঁদা আদায়ের রশিদ বই, ১টি মোবাইল সেট, নগদ ২ হাজার ৪৮০ টাকা এবং ২টি হিসাবের খাতা জব্দ করা হয়।

বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ রানা পিএসসি বলেন, “আমাদের কাছে তথ্য ছিল সশস্ত্র সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় জনসাধারণকে জিম্মি করে উক্ত এলাকায় ব্যাবসায়ীদের গাড়ি আটক করে চাঁদাবাজি করে আসছে। শুকনাছড়া এলাকায় পাঁচ জন সশস্ত্র সন্ত্রাসী চাঁদা আদায় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করলে চারজন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয়েছি।”

জব্দকৃত মালামাল ও আসামিকে সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ঢাকা/শংকর/এস

সম্পর্কিত নিবন্ধ

  • রাঙামাটির বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১