নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তরুণের মৃত্যু
Published: 30th, April 2025 GMT
নারায়ণগঞ্জের বন্দরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
ওই তরুণের নাম রাহীম (২৩)। তিনি বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের দক্ষিণ বারপাড়া এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
এর আগে গতকাল গভীর রাতে দক্ষিণ বারপাড়া এলাকায় ডাকাতির চেষ্টাকালে রাহীমকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।
এলাকাবাসীর বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গতকাল রাত প্রায় ২টার দিকে দক্ষিণ বারপাড়া এলাকায় এক বাড়িতে ডাকাতির চেষ্টা করে দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দারা টের পেয়ে ধাওয়া দিয়ে রাহীমকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় পালিয়ে যাওয়া ডাকাতদের হামলায় এক নারী আহত হয়েছেন। খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে আছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গণপ ট ন
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ মেকানিক ওয়ার্কশপ ইউনিয়ন’র দোয়া অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ মেকানিক ওয়ার্কশপ ইউনিয়ন এর শহর উপ কমিটির কার্যকরী সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন এর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) বিকেলে নগরীর বাসস্ট্যান্ড এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল নেতা ও সংগঠনের প্রধান উপদেষ্টা একেএম মাজহারুল ইসলাম জোসেফ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মাজহারুল ইসলাম জোসেফ বলেন, বিগত সময় গুলোতে আমরা যখন মাঠে ময়দানে ছিলাম।আমরা এই সময়ের মুক্তিযুদ্ধা। ৫ তারিখের পরে কে আসলো কে গেলো সেটার ভাবার সময় আমাদের নেই। আমরা আপনারা সংগঠনকে কি ভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব সেই চিন্তাদ্বারা রাখতে হবে।
মাঠের কর্মীদের দিয়ে জাতীয়তাবাদী দল আরোও বেশি শক্তিশালী হয়েছে। যেখানে ভাইরাস থাকে সেই খানে এন্টিভাইরাস দিতে হয়। যদি কোন বাধা আসে তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দলকে আমাদেরই সুরক্ষিত রাখতে হবে।
পাশাপাশি জাতীয় পার্টির দোসর যারা আছে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। কারন পূণরায় তারা আগের রূপে ফিরে আসতে পারে তাই সেই দিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
পরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে নারায়ণগঞ্জ মেকানিক ওয়ার্কশপ ইউনিয়ন শহর উপ কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনের রুহের মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ ওয়ার্কসপ ইউনিয়ন শহর উপ কমিটির সভাপতি আলমগীর হোসেন এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক দলের যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেন, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মানিক, মেকানিক শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মোটর মেকানিক ইউনিয়ন জেলা সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক লিটন, সাংগঠনিক সম্পাদক সোহাগ সহ শ্রমিক নেতা আনোয়ার, মুন্না, আলমগীর, সবুজ, কুদ্দুস, জসিম, সোহাগ, দেলোয়ার ও সোহেল সহ অসংখ্য নেতৃবৃন্দ।