রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা বাসে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। 

আজ বুধবার উত্তরা জোনের এসি সাদ্দাম হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না। 

পুলিশ আরও জানায়, হামলায় বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে ঢাবির বাসে হামলার ঘটনা ঘটে। এতে বাসচালকসহ কয়েকজন শিক্ষার্থী আহত হন। হামলার ঘটনার পর রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.

নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। তারা পুলিশকে হামলায় জড়িতদের গ্রেপ্তারের অনুরোধ জানান।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সড়কের পাশে গল্প করছিলেন দুই নারী, নিয়ন্ত্রণ হারানো লরিচাপায় নিহত   

খুলনার ডুমুরিয়া তেলবাহী লরির চাপায় দুজন নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া মহিলা মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রশিদা বেগম (৪৫) ও রোকেয়া বেগম ওরফে রকি (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে নরনিয়া গ্রামের রশিদ গাজীর স্ত্রী রশিদা বেগম ও একই গ্রামের ফজর আলী সরদারের স্ত্রী রোকেয়া বেগম রকি সাতক্ষীরা-যশোর সড়কের পাশে বসে গল্প করছিলেন। এ সময় যশোরগামী তেলবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় লরিচাপায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

চুকনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. কামরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়িচালক ও তার সহকারী পালিয়েছে। তবে গাড়িটি জব্দ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ