লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। এরপর অভিনয় করেছেন মিউজিক ভিডিও, নাটক ও সিনেমায়। কিন্তু হুট করেই নাই হয়ে গেলেন। পরে জানা গেল অভিনেত্রী আমেরিকায়। গেল পাঁচ বছর সেখানেই বাস করছেন তিনি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রবাসজীবনসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

পিয়া বিপাশা জানান, একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসবাস শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে তাঁর প্রেম ও ভালোবাসা তৈরি হয়। তারপর তাঁরা বিয়ে করেন। দুজনে মিলে বিয়ে করলেও আনুষ্ঠানিকতা সারেননি। চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছা।

পিয়া বিপাশা বলেন, ‘বাংলাদেশে ভালো লাগত না। কারণ, লবিং ছাড়া কাজ হতো না। ভালো একটা সিনেমা করার কথা ছিল। কিন্তু সেটা আর হয়নি। এরপর আমার মিডিয়ায় কাজ করার ইচ্ছাই নষ্ট হয়ে যায়। আমি আসলে কাজ করতে চেয়েছিলাম টাকা কামানোর জন্য। কাজ না করতে পারলে টাকা কামাব কী করে। তাই সিদ্ধান্ত নিই অন্য কিছু করার।’

বিপাশার কথায়, ‘টাকা রোজগারের জন্য আমি বিনোদন অঙ্গনে কাজ করেছিলাম। কারণ, আমার একটা মেয়ে ছিল। মেয়েকে নিয়ে টিকে থাকার বিষয় ছিল। পরে দেখলাম, যেভাবে কাজ হয়, আমাকে দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিলাম, আমেরিকায় চলে আসার। এখানে এসে বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিই। অনেক টাকাও আয় করছি।’

পিয়া বিপাশা বলেন, ‘সত্যি বলতে এখন আমার এমন অবস্থা, টাকা ইনকাম না করলেও হয়। যতটুকুই করি, আমার মেয়ে ও হাজব্যান্ড ওরাই বলে। আমার এখন আর কোনো স্বপ্ন নেই। যা চেয়েছি, গত পাঁচ বছরে সবই পেয়েছি। টাকাপয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী—সবই আমার হয়েছে। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার—যা আয় করি, তা ব্যয় করার সময় পাই না।’ 

পিয়া বিপাশা জানান, ইনস্টাগ্রাম ও ফেসবুকে বিভিন্ন পণ্যের যেসব পোস্ট করেন, তার জন্য বেশ ভালো সম্মানী পান। তাঁর দাবি, এই সম্মানী কখনো দুই হাজার ডলার, আবার কখনো তিন হাজার ডলারের মধ্যে।

২০১৩ সালে ‘দ্বিতীয় মাত্র’ নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন। ছোটবেলায় রূপকথার বই পড়তে পছন্দ করতেন। বই পড়ার সময় গল্পের নায়িকার চরিত্রে নিজেকে কল্পনাও করতেন। বড় পর্দায়ও অভিনয় করেছিলেন। ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ নামের সেই ছবি মুক্তি পায়। এরপর ‘রাজনীতি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। পরে সেই ছবিতে পিয়া বিপাশার পরিবর্তে অপু বিশ্বাস অভিনয় করেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

১৫ দিন নিজের প্রস্রাব নিজে পান করেছি: পরেশ রাওয়াল

নিজের প্রস্রাব নিজে পান করে ‘জাদুকরীভাবে’ সুস্থ হয়েছিলেন বলে দাবি করেছেন বলিউডের প্রবীণ অভিনেতা পরেশ রাওয়াল। কয়েক দিন আগে লালনটপকে দেওয়া সাক্ষাৎকার এমন দাবি করেন ‘পদ্মশ্রী’ পুরস্কারজয়ী এই তারকা।

এই আলাপচারিতায় পরেশ রাওয়াল জানান, শুটিং করতে গিয়ে হাঁটুতে আঘাত পান তিনি। এরপর মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে দেখতে যান অজয় দেবগনের বাবা কোরিওগ্রাফার বীরু দেবগন। তখন পরেশ রাওয়ালকে ‘নিজের প্রস্রাব পান করার’ রীতিবিরুদ্ধ পরামর্শ দেন বীরু দেবগন।

পরেশ রাওয়াল বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, যদি নিজের প্রস্রাব পান করতেই হয়, তবে একবারে তা পান করব না। বরং বিয়ারের মতো চুমুক দেব। কারণ আমি এটি সঠিকভাবে করতে চাই।”

আরো পড়ুন:

‘সাজিদ খান আমার পোশাক খুলতে বলেন’

মা হতে যাচ্ছেন শিরিন

পরের ঘটনা বর্ণনা করে পরেশ রাওয়াল বলেন, “আমি টানা ১৫ দিন নিজের প্রস্রাব নিজে পান করেছি। ১৫ দিন পর চিকিৎসকের কাছে যাই। ডাক্তার আমার এক্স-রে করে হতবাক হন। ডাক্তার জানতে চান, ‘এই সিমেন্টিং কীভাবে হলো?’ ডাক্তার দেখলেন, একটি সাদা রেখা তৈরি হচ্ছে। ২ থেকে আড়াই মাস পর আমার ছাড়পত্র পাওয়ার কথা ছিল। কিন্তু দেড় মাসের মাথায় আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এটা জাদুর মতো ছিল।”

পরেশ রাওয়াল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য স্টোরিটেলার’। চলতি বছরের ২৮ জানুয়ারি মুক্তি পায় এটি। ৬৯ বছরের পরেশ এখনো অভিনয়ে দারুণ সরব। বর্তমানে তার হাতে ৮টি সিনেমার কাজ রয়েছে। 

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় পরেশ রাওয়াল। ২০১৪ সালে গুজরাট অঞ্চল থেকে বিজেপির টিকিট নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর আর নির্বাচনে অংশ নেননি। কিন্তু বিজেপির প্রতি তার সমর্থন-কার্যক্রম অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ১৭ মাস পর দেশের মাটিতে টেস্ট জয় বাংলাদেশের
  • নদীতে মিলল স্কুলছাত্রের লাশ, চার সহপাঠী আটক
  • টাকার জন্য দেশে ছেড়েছি, এখন টাকা খরচের সময় নেই: পিয়া বিপাশা
  • ৫ ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ, দেখে নিন সূচি
  • কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪ 
  • মোহামেডানকে হারিয়ে ‘নীরবে’ চ্যাম্পিয়ন আবাহনী
  • ক্যাম্পাসে বিক্ষোভ করছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা
  • রিয়াল ছেড়ে জুনে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি
  • ১৫ দিন নিজের প্রস্রাব নিজে পান করেছি: পরেশ রাওয়াল