সাকিবের ক্লাবে মিরাজ, শেষ ব্যাটসম্যানকে সঙ্গে নিয়ে করলেন দুর্দান্ত সেঞ্চুরিও
Published: 30th, April 2025 GMT
লাঞ্চের পর তখনো খেলা শুরু হয়নি। বোলার ব্লেসিং মুজারাবানি থেকে ব্যাটসম্যান তানজিম হাসান ও মেহেদী হাসান মিরাজ সবাই প্রস্তুতি নিচ্ছেন। এমন সময়েই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে মিরাজের নতুন কীর্তি ভেসে উঠল। ২৬তম ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০০ রান ও ২০০ উইকেটের জন্য মিরাজকে জানানো হলো অভিনন্দন। মিরাজের চোখও পড়ল স্ক্রিনে। খানিকক্ষণ তাকিয়েও রইলেন। নিজের কীর্তিতে অভিনন্দন পেতে কার না ভালো লাগে!
এই ঘটনার পর মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে কীর্তি গড়েছেন আরও একটি। পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তাতে মিলেছে দর্শককের হাততালি, সতীর্থদের অভিবাদন। তাঁর উদযাপনই বলে দিচ্ছিল সেঞ্চুরিটি তাঁর জন্য কতটা বিশেষ।
তানজিমের আউটের পর মিরাজের সেঞ্চুরিটা এসেছে কিছুটা নাটকীভাবেও। শেষ উইকেটে মিরাজকে ৯৯ রানে নন–স্ট্রাইকে রেখে হাসান মাহমুদ যেভাবে ভিনসেন্ট মাসেকেসার ৫টি বল কোনোমতে ঠেকালেন তাতে মিরাজের সেঞ্চুরিতে বিশেষ অবদান তিনি দাবি করতেই পারেন।
সেঞ্চুরির পর উদ্যাপন মিরাজের.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘রাজনৈতিক শিল্পী’ বলেই তালিকা থেকে বাদ ন্যান্সি
সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বিদেশে ট্যুর করে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। আজ বুয়েট ক্লাবের একটি আয়োজনে গান গাওয়ার কথা ছিল তার। তবে অনুষ্ঠানের আগে জানতে পারেন শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। মঙ্গলবার অনুষ্ঠানে গান না গাওয়ার কথা জানিয়ে দেন আয়োজকরা। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন ন্যান্সি নিজেই।
বুধবার বিকেলে ন্যান্সি বলেন, ‘আজকে সন্ধ্যায় বুয়েট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে আমার গান পরিবেশন করার কথা। গতরাতে জানতে পারি আমাকে শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’
কারণ হিসেবে আয়োজকরা এই শিল্পীকে জানায়, বুয়েট ক্লাবের সভাপতি পদপ্রার্থী তাদের (আয়োজকদের) জানিয়েছে, রাজনৈতিক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে শিল্পীদের নামের তালিকা দেখে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এমন কোনো শিল্পী অনুষ্ঠানে অংশ নিলে তাঁরা অনুষ্ঠান বয়কট করবে। ন্যান্সিকে এটি জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে।
প্রশ্ন তুলে ন্যান্সি বলেন, ‘বুয়েট ক্লাবের সদস্যরা কি হঠাৎ করেই আমার রাজনৈতিক মতাদর্শ জানতে পারলেন? রাজনৈতিক পরিচয় থাকলে কি এভাবে একজন শিল্পীকে অসম্মান করা যায়? আমি কি যেচে অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম, নাকি আপনারা অতি আগ্রহী ছিলেন? বুয়েট পরিবার পরিচয়ে কোনো অগ্রিম সম্মানি না দিয়ে অযৌক্তিক অজুহাতে অনুষ্ঠান বাতিল কি কোনো প্রফেশনাল আচরণের মধ্যে পড়ে?’
বিষয়টি নিয়ে আয়োজক সংগঠনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।