৪ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০০ ঘর বিতরণ করলেন প্রধান উপদেষ্টা
Published: 30th, April 2025 GMT
৪ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০০ ঘর বিতরণ করলেন প্রধান উপদেষ্টা
ওকে: নকিব
সেকশন: বাংলাদেশ
ট্যাগ:
মেটা:
একসার্প্ট:
ছবি: র ফাইল ছবি দেবেন।
হেডিং:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বুধবার দেশের চারটি জেলার বন্যাকবলিত মানুষের মধ্যে ৩০০ ঘর বিতরণ করেছেন।
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আবাসন প্রকল্পে নির্মাণ করা ফেনীতে ১১৯টি, নোয়াখালীতে ৯০টি, কুমিল্লায় ৭০টি ও চট্টগ্রামে ৩০টি ঘর বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকেরা সুবিধাভোগীদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করেন। এ সময় অধ্যাপক ইউনূস ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চ্যুয়ালি চারটি জেলায় অনুষ্ঠিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন।
বাংলাদেশ সেনাবাহিনী এ প্রকল্প বাস্তবায়ন করেছে। বরাদ্দ টাকার অর্ধেক দিয়ে সুষ্ঠুভাবে প্রকল্প শেষ করার জন্য প্রকল্পের সঙ্গে যুক্ত সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বক্তব্য দেন। জ্যেষ্ঠ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কল করা যাবে
কম্পিউটার ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ ওয়েবে যুক্ত হতে যাচ্ছে ভয়েস ও ভিডিও কলের সুবিধা। মেটা কর্তৃপক্ষ ইতিমধ্যে এই সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করেছে উইন্ডোজ ও ম্যাকওএস–এর হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউ আ বেটা ইনফো–এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই সুবিধা চালু হলে কম্পিউটারের ওয়েব সংস্করণ থেকেই সরাসরি ভয়েস ও ভিডিও কল করা যাবে।
ব্যবহারকারীরা স্মার্টফোনে লগইন না করেও ব্যক্তিগত বা গ্রুপ কল করতে পারবেন। এর ফলে মুঠোফোন থেকে নির্ভরতা কমবে, আর ডেস্কটপে কাজ করার সময়ও হোয়াটসঅ্যাপ কল গ্রহণ বা শুরু করা যাবে অনায়াসে। হোয়াটসঅ্যাপ ওয়েবে সরাসরি অ্যাকাউন্টে লগইন করার সুযোগ না থাকলেও এটি মূলত ‘কম্প্যানিয়ন ডিভাইস’ হিসেবে ব্যবহৃত হয়। একজন ব্যবহারকারী সর্বোচ্চ চারটি যন্ত্রকে মূল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে পারেন। এর মধ্যে স্মার্টফোন, ডেস্কটপ অ্যাপ কিংবা ওয়েব সংস্করণ থাকতে পারে। এত দিন ওয়েব সংস্করণ ব্যবহার করে শুধু বার্তা আদান-প্রদান করা গেলেও এবার যোগ হতে যাচ্ছে ভয়েস ও ভিডিও কলের সুবিধা।
নতুন এই সুবিধাটি এখনো পরীক্ষাধীন। তবে সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। কল সুবিধাটি চালু হলে হোয়াটসঅ্যাপের ওয়েবের ওপরের দিকে ডান পাশে থাকা কল আইকন থেকে ভয়েস বা ভিডিও কল শুরু করা যাবে। ব্যবহারকারীরা ইনকামিং কলও গ্রহণ করতে পারবেন, ফলে ডেস্কটপ ব্যবহার করেই হোয়াটসঅ্যাপ কল ব্যবস্থাপনা করা আরও সহজ হবে।
সুবিধাটি শুধু উইন্ডোজ ও ম্যাকওএসের ডেস্কটপ অ্যাপেই আপাতত পরীক্ষাধীন রয়েছে। নতুন কলিং সুবিধার পাশাপাশি হোয়াটসঅ্যাপে বার্তার প্রতিক্রিয়া জানানোর নতুন একটি সুবিধাও যুক্ত হচ্ছে। এতে ইমোজির পাশাপাশি স্টিকার ব্যবহার করেও বার্তার জবাব দেওয়া যাবে। মেটা বলছে, এ সুবিধা এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই চালু করা হতে পারে।
এ ছাড়া সম্প্রতি হোয়াটসঅ্যাপে ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ নামের একটি নিরাপত্তা–সুবিধা যুক্ত হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীর অনুমতি ছাড়া চ্যাট এক্সপোর্ট করা বা মিডিয়া স্বয়ংক্রিয়ভাবে যন্ত্রে সংরক্ষিত হওয়া বন্ধ রাখা যাবে। এর ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও সংবেদনশীল কনটেন্ট আরও সুরক্ষিত থাকবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস