তিন সাংবাদিককে অব্যাহতি দেওয়া নিয়ে বিতর্ক
Published: 30th, April 2025 GMT
বেসরকারি তিনটি টিভি চ্যানেলের তিন সাংবাদিককে অব্যাহতি দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার সংবাদ সম্মেলনে বিতর্কিত প্রশ্ন করার পরদিন তাদের তিনজনের চাকরিচ্যুত করায় সামাজিক মাধ্যমে সমালোচনা করা হচ্ছে।
তিন সাংবাদিক হলেন– এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি, চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল বাসার ও দীপ্ত টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক মিজানুর রহমান (রহমান মিজান)।
ফজলে রাব্বিকে চাকরি থেকে বরখাস্ত সংক্রান্ত চিঠিতে এটিএন বাংলা জানিয়েছে, যথাযথ পেশাগত দায়িত্ব পালন না করায় মঙ্গলবার থেকে বরখাস্ত করা হয়েছে। দীপ্ত টিভির মিজানুর রহমানের বরখাস্ত সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ‘আপনাকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হলো।’
চ্যানেল আই জানিয়েছে, সংস্কৃতি উপদেষ্টার সংবাদ সম্মেলনে পেশাদারিত্ব প্রদর্শন না করার অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রিপোর্টারের বিষয়ে চ্যানেল আই কর্তৃপক্ষের তদন্ত শুরু ও দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছে।
এ ছাড়া মঙ্গলবার দুপুরে দীপ্ত টিভির এক স্ক্রলে বলা হয়– ‘অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সকল সংবাদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।’
গতকাল রাত সাড়ে ৯টায় দীপ্ত টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক রুবায়েত হাসান সমকালকে বলেন, আমাদের সমস্যাটা অভ্যন্তরীণ। প্রযুক্তিগত সমস্যার কারণে নিউজ বন্ধ রাখা হয়েছিল। পরে রাত ১১টা থেকে যথারীতি সংবাদ সম্প্রচার শুরু হয়।
এটিএন বাংলার হেড অব নিউজ মনিউর রহমান বলেন, কোনো রিপোর্টারকে বরখাস্ত করার বিষয়ে সরকার বা জুলাই রেভলুশনারি অ্যালায়েন্সের পক্ষ থেকে আমাদের চাপ দেওয়া হয়নি।
তবে তিন সাংবাদিকের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে ‘মার্চ টু দীপ্ত টিভি, চ্যানেল আই, এটিএন বাংলা’ ঘোষণা দিয়েছিল জুলাই রেভলুশনারি অ্যালায়েন্স। সংগঠনের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান বলেন, যেসব সাংবাদিক গণহত্যার পক্ষ নিয়েও দিব্যি কাজ করে যাচ্ছেন তাদের বিচারের আওতায় আনা উচিত।
এদিকে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, তাঁকে প্রশ্ন করায় চাকরি গেছে– এটি হাস্যকর কথা। মঙ্গলবার রাতে ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘তাদের চাকরির ব্যাপারে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম সংশ্লিষ্টতা নাই।’
এ নিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। এটি দীপ্ত টিভি কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।
.উৎস: Samakal
কীওয়ার্ড: বরখ স ত উপদ ষ ট রহম ন
এছাড়াও পড়ুন:
মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ
রাঙামাটির কাপ্তাই হ্রদে বুধবার মধ্যরাত থেকে তিন মাসের জন্য সব ধরনের মাছ শিকার বন্ধ হচ্ছে। প্রতি বছরের মতো এবারও হ্রদে মাছের প্রাকৃতিক সুষ্ঠু প্রজনন বৃদ্ধি, মজুদ ও ভারসাম্য রক্ষায় সকল প্রকার মাছ শিকার, শুকানো,পরিবহন ও বাজারজাতকরণের ওপর এ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) জানায়, কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও মাছের স্বাভাবিক বংশ বৃদ্ধির লক্ষে বুধবার রাত ১২টা থেকে ৩১ জুলাই পর্ষন্ত জেলা প্রশাসনের নির্বাহী আদেশের মাধ্যমে কাপ্তাই হ্রদে মাছ আহরণ, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে হ্রদে পানি উঠা নামার ওপর নির্ভর করবে তিন মাস নিষেধাজ্ঞা শেষে আরও সময় বাড়ানো হবে কিনা। এ বছর বিএফডিসি মৎস্য অবতরণ ঘাটে প্রায় ৮ হাজার ৯৫০ মেট্রিক টন মাছ অবতরণ করেছে, যার রাজস্ব আয় হয়েছে ১৮ কোটি ৫০ লাখ টাকা। চলতি বছরে হ্রদে ৬০ মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করার কথা রয়েছে।
বিএফডিসি রাঙামাটির বিপণন কেন্দ্রের উপ-ব্যবস্থাপক মো. বদরুদ্দৌজা জানান, বুধবার রাত ১২টা থেকে কাপ্তাই সকল প্রকার মাছ শিকার বন্ধ হয়েছে। তবে বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে যেসব মাছ হ্রদ থেকে আহরণ করা হয়েছে সেগুলো জেলেরা বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ বিক্রি ও প্যাকেজজাত পরিবহন করতে পারবেন। বন্ধকালীন সময়ে হ্রদে মাছ শিকার রোধে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি বন্ধ থাকবে স্থানীয় সকল বরফ কলগুলোও।
১৯৬০ সালে বিদ্যুৎ উৎপাদনের জন্য রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফূলী নদীর উপর বাঁধ দেওয়া হয়। এ বাঁধের ফলে ৭২৫ বর্গকিলোমিটার এলাকায় বিশাল জলধার সৃষ্টি হয়। এ বাঁধের ফলে কাপ্তাই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট থেকে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মৎস্য উৎপাদন করে বিপুল পরিমাণ রাজস্ব আয় হচ্ছে। রাঙামাটির আট উপজেলা ও খাগড়াছড়ির দুই উপজেলায় কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর নির্ভর করেন ২৬ হাজার নিবন্ধিত জেলে।