সাঁওতালদের অধিকার আদায়ের সংগ্রাম নিয়ে আরণ্যক নাট্যদল মঞ্চায়ন করছে দর্শকনন্দিত নাটক ‘রাঢ়াঙ’। আগামীকাল মে দিবসে থাকছে নাটকটি। সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে দলের ৪৪তম প্রযোজনাটির মঞ্চায়ন হবে।

নাটকে দেখা যায়, সাঁওতাল সম্প্রদায়ের দরিদ্র জনগোষ্ঠীর নিত্যদিনের হালচালে মলিন বেশভূষা। নিরীহ মুখাবয়বে যেন রাজ্যের হাহাকার। খেয়ে না খেয়ে সভ্য সমাজের মানুষদের সঙ্গে তাল মিলিয়ে কোনোভাবে বেঁচে থাকা। নিজেকে টিকিয়ে রাখার লক্ষ্যে প্রত্যেক সাঁওতাল প্রায় এক প্রকার যুদ্ধে লিপ্ত। অধিকার আদায়ে বিদ্রোহ দানা বেঁধে ওঠে প্রান্তিক সাঁওতালদের মাঝে। তবে এটা শুধু নিছক বিদ্রোহ ছিল না, অস্তিত্ব রক্ষার তাগিদে অধিকার আদায়ের এক গুরুত্বপূর্ণ লড়াই।

থানার দারোগা থেকে শুরু করে গ্রামের মাতব্বর, এমনকি অধিকার আদায়ে সচেষ্ট বিদ্রোহী তরুণরাও অস্তিত্ব সংকটে ভোগে। কেউ মারে, কেউ মরে, মায়ের আর্তনাদে কেঁপে উঠে আকাশ, নির্মমতার যাঁতাকলে ভারি হয় বাতাস। একই দেশ, একই সমাজে থেকেও জীবনযুদ্ধে অবহেলিত ও নিগৃহীত থাকে সাঁওতাল সমাজ। অধিকার আদায় ও ভালোভাবে বেঁচে থাকার নিরন্তন প্রচেষ্টায় এগিয়ে যায় প্রান্তিক সাঁওতালরা। অবশেষে জয় হয় মানবতার। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনি।

‘রাঢ়াঙ’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, জয়রাজ প্রমুখ। নাটকটি রচনা করেছেন মামুনুর রশীদ, নির্দেশনাও দিয়েছেন তিনি। 

এছাড়া আরন্যক মে দিবসে পথ নাটক ‘মাটির মহাজন’[রচনা: অপু মেহেদী,নির্দেশনা হামিম মাহমুদ] ও থিয়েটার ‘অদৃশ্য হাত’[রচনা: খুরশীদ আলম,নির্দেশনা:রবিন বসাক]মঞ্চায়ন করবে বলে জানা গেছে। এর মঞ্চায়ন হবে কেন্দ্রীয় শহীদ মিনারে,সকাল ১০টায়। পাশাপাশি থাকছে সংগীত ও আলোচনা সভাও।  
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ল পকল এক ড ম

এছাড়াও পড়ুন:

বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করার পরামর্শ

রপ্তানি খাতকে প্রতিযোগী সক্ষম করতে আইএমএফের পরামর্শ মেনে বৈদেশিক মুদ্রার বিনিময়হার বাজারভিত্তিক করতে হবে। যেখানে বাংলাদেশ ব্যাংকের কোনো হস্তক্ষেপ থাকবে না। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক অর্থনীতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে। সবচেয়ে প্রভাব পড়বে উৎপাদন ও সেবা খাতে। অথচ বিশ্ব বাণিজ্যিক সংস্থা ঘুমাচ্ছে। আইসিসি কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজ বুধবার রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে ‘বিশ্বব্যাপী আর্থিক প্রবণতা ও সংস্কার; বাংলাদেশের ওপর প্রভাব’ শীর্ষক ডায়ালগে এমন মতামত উঠে আসে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ এ ডায়ালগের আয়োজন করে।

আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন আইসিসি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও হা–মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিসি গ্লোবাল ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান ফ্লোরিয়ান উইট।

মূল প্রবন্ধে আইসিসি গ্লোবাল ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান ফ্লোরিয়ান উইট বলেন, এআই বৈশ্বিক আর্থিক খাতের ব্যাপক পরিবর্তন এনেছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের ব্যাংক খাতকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে সারা বিশ্বের অর্থনীতিতে একটি পরিবর্তন আসবে। কোনো কারণে আইএমএফের চলমান ঋণ কর্মসূচি আটকে গেলে বাংলাদেশের ঋণমান কমে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। উল্লেখ্য, বাংলাদেশের বিনিময়হার বাজারভিত্তিক করা, না করা নিয়ে বিতর্কের মধ্যে আইএমএফ ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি আটকে আছে।

আইসিসিবির ভাইস প্রেসিডেন্ট এ. কে. আজাদ বলেন, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিতে প্রতিবছর কৃষি খাতের অবদান কমছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে শিল্প ও সেবা খাত। দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এককভাবে আসছে তৈরি পোশাক থেকে। এখন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক উৎপাদন খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। উৎপাদন খাত ক্ষতির মুখে পড়লে স্বাভাবিকভাবে সেবা খাত ব্যাপক ক্ষতির মুখে পড়বে। বাড়তি শুল্ক দেশের অর্থনীতিকে কিভাবে ক্ষতিগ্রস্ত করবে সে বিষয়ে আইসিসি বাংলাদেশ একটি জরিপ করতে পারে। এছাড়া সরকারি–বেসরকারি খাতের সবাইকে নিয়ে একটি সেমিনার আয়োজন করতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের তুলনায় অনেক দেশ এখন প্রতিযোগী সক্ষমতায় এগিয়ে আছে। ব্যাংককের সুদহার ২ থেকে ৩ শতাংশ। পাকিস্তানের বিনিময়হার অনেক বেশি। আমাদের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারতসহ যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের সুদহার বেশি। এখনই নীতি সহায়তার মাধ্যমে উৎপাদন খাতকে প্রতিযোগী সক্ষমতা বাড়াতে হবে।

আলোচনায় আরও অংশ নেন– বেসরকারি ব্যাংকগুলোর পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন, বিআইবিএমের অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবিব, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব উর রহমান, এডিবির বাংলাদেশ অফিসের প্রাইভেট সেক্টর অপারেশন্স বিভাগের লিড ইনভেস্টমেন্ট অফিসার বিদ্যুৎ কুমার সাহা এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কর্পোরেট, বাণিজ্যিক এবং প্রাতিষ্ঠানিক ব্যাংকিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান এনামুল হক।

সম্পর্কিত নিবন্ধ