বাংলাদেশ-পাকিস্তান পাঁচ টি-টোয়েন্টির সূচি জানিয়ে দিল পিসিবি
Published: 30th, April 2025 GMT
আগামী মাসের শেষ দিকে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী সিরিজে তিন ওয়ানডে ও তিন টি–টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে আগেই জানা গিয়েছিল, দুই বোর্ডের সম্মতিতে সিরিজটা হবে শুধু পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের। এবার সেই পাঁচ টি-টোয়েন্টির ভেন্যু ও সূচি জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আজ পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বছর আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকায়, উভয় ক্রিকেট বোর্ড পারস্পরিক সম্মতিতে তিনটি ওয়ানডে ম্যাচের পরিবর্তে আরও দুটি টি-টোয়েন্টি ম্যাচ যোগ করতে রাজি হয়েছে। ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত সিরিজের ম্যাচগুলো হবে ফয়সালাবাদ ও লাহোরে।
২৫ ও ২৭ মে সিরিজের সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দুটি হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। দীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ইকবাল স্টেডিয়ামে। এই ভেন্যুতে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটিও ছিল বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে, হয়েছিল ২০০৮ সালের এপ্রিলে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের বাকি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন ও ৩ জুন। সবগুলো ম্যাচই শুরু হবে পাকিস্তানের সময় রাত ৮টায়, বাংলাদেশের রাত ৯টায়।
বাংলাদেশের পাকিস্তান সফর সূচি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাবির বাসে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫
রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা বাসে হামলার ঘটনায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের পরিচয় এখনই প্রকাশ করা যাচ্ছে না। হামলায় বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আরো পড়ুন:
১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে হতাহতদের স্মরণে ঢাবিতে দোয়া মাহফিল
উত্তরায় বাসে হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন
এর আগে. রবিবার (২৭ এপ্রিল) উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিআরটিসির ট্রাকের চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়। এ ঘটনার বিচার দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছিল শিক্ষার্থীরা। আন্দোলনরত কিছু শিক্ষার্থীর সঙ্গে বহিরাগতরা যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে হামলা ও ভাঙচুর চালায়।
এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হন। ঘটনা জানার পর তাৎক্ষনিকভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, আহতদের সুচিকিৎসা ও অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। পরে ঢাকা মেট্রোপলিটিন পুলিশের (ডিএমপি) সঙ্গেও কথা বলেন তিনি।
অভিযোগ জানাতে মঙ্গলবার রাতেই উত্তরার পশ্চিম থানায় যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন উপাচার্য। অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের অনুরোধ জানান তিনি।
ঢাকা/সৌরভ/মেহেদী