সিলেটে সাবেক সংসদ সদস্য (এমপি) ও সিটি করপোরেশনের সাবেক ২ জন কাউন্সিলরসহ ৮১ জনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগের নেতা-কর্মীদেরও আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে।

গতকাল মঙ্গলবার দুপুরে সিলেটের মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে (দ্বিতীয়) এ বিষয়ে একটি অভিযোগ দেন দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার শাহিন আহমদ (৫০)। বিষয়টি নিশ্চিত করে তাঁর আইনজীবী ফয়ছল আহমদ জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিআইবি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে। এ ছাড়া ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাকবির ইসলাম (পিন্টু), আশিক আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১ আগস্ট দুপুরে দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বরে শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে শাহিন আহমদ ও তাঁর ছেলে ফাইমুল ইসলামসহ শত শত ছাত্র-জনতা একত্র হয়ে মিছিল বের করেন। মিছিলটি নগরের চৌহাট্টা এলাকায় পৌঁছালে আসামিরা রামদা, কিরিচ, রড, বন্দুক ও ইট নিয়ে হামলা চালান। এ সময় আসামিরা মিছিল লক্ষ্য করে গুলি করার পাশাপাশি ককটেলের বিস্ফোরণ ঘটান। গুলি লেগে ফাইমুলের চোখ মারাত্মকভাবে জখম হয়। এ ছাড়া ফাইমুলকে হত্যার উদ্দেশ্যে আসামিরা আক্রমণ করেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাবিতে পান্ডুলিপিবিষয়ক কর্মশালা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গ্রন্থাগারের উদ্যোগে পান্ডুলিপিবিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা ও সেমিনার শুরু হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গ্রন্থাগারের ই-জোনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালা ও সেমিনারের উদ্বোধন করেন।

ঢাবির ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

আরো পড়ুন:

ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিইএ পরিচালকের সাক্ষাৎ

শেরে বাংলাকে ‘সুপার স্টার মুসলিম জাতীয়তাবাদী` ঘোষণা

সেমিনারে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে সংরক্ষিত পান্ডুলিপি: সম্পাদনা ও প্রকাশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-গ্রন্থাগারিক সাদিয়া আফরিন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান যথাযথভাবে পান্ডুলিপি সংরক্ষণের উপর গুরুত্বারোপ করে বলেন, “মানব সভ্যতার ইতিহাস পান্ডুলিপি থেকেই সংগ্রহ করতে হয়। পান্ডুলিপির উপর ভিত্তি করে সভ্যতার বিকাশ ঘটেছে। তাই এ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা গড়ে তোলা দরকার।”

পান্ডুলিপি পাঠোদ্ধারের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “পান্ডুলিপির শিক্ষা সাধারণ মানুষের বোধগম্য করে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে সংরক্ষিত বিভিন্ন দুর্লভ পান্ডুলিপির জ্ঞান দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিনিময় করতে হবে।”

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • জবির বায়োকেমিস্ট্রি বিভাগে ৮ বছর ধরে একই চেয়ারম্যান
  • ঢাবি উপাচার্যের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ
  • বাংলাদেশে ১০ বছরের লাইসেন্স পেল স্টারলিংক
  • বাংলাদেশে আসতে চায় চীনা ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট
  • বাংলাদেশে বিনিয়োগ করতে চায় চীনা বহুজাতিক কোম্পানি টেনসেন্ট
  • বাংলাদেশে আসতে চায় চীনা বহুজাতিক কোম্পানি টেনসেন্ট, কী ব্যবসা করে তারা
  • হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বনাম আহমদ ছফার গাভী বিত্তান্ত
  • চ‌ব্বিশ ঘণ্টার ম‌ধ্যে রইস হত্যাকারি‌দের গ্রেপ্তার দা‌বি
  • ঢাবিতে পান্ডুলিপিবিষয়ক কর্মশালা শুরু