ভারত-পাকিস্তানের প্রতি উত্তেজনা না বাড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্রের
Published: 30th, April 2025 GMT
কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিগগিরই কথা বলবেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রুবিও ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মঙ্গলবার (গতকাল) বা বুধবার (আজ) কথা বলবেন বলে আশা করা হচ্ছে। একই কাজ করতে অন্য পররাষ্ট্রমন্ত্রীদেরও উৎসাহ দিয়েছেন তিনি।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
ওয়াশিংটন গত রোববার বলেছে, পারমাণবিক শক্তিধর দুই দেশ—ভারত ও পাকিস্তানের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করছে তারা। পাশাপাশি চলতি সংকটে ‘দায়িত্বশীল সমাধানের’ পথে কাজ করতে উভয় দেশকে তারা আহ্বান জানায়।
আরও পড়ুনসিমলা চুক্তি স্থগিত করার পাকিস্তানের হুমকি কি যুদ্ধ ঘোষণার শামিল১৮ ঘণ্টা আগেরুবিওর বক্তব্যের বরাত দিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযাগ রাখছি। তাদের বলছি উত্তেজনা না বাড়াতে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, রুবিও ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মঙ্গলবার (গতকাল) বা বুধবার (আজ) কথা বলবেন বলে আশা করা হচ্ছে। একই কাজ করতে অন্য পররাষ্ট্রমন্ত্রীদেরও উৎসাহ দিয়েছেন তিনি।
কাশ্মীরে হামলার পর ওয়াশিংটন প্রকাশ্যে ভারতের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তবে ওয়াশিংটন পাকিস্তানের সমালোচনা করেনি।
গত ২২ এপ্রিলের ওই হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত। তবে পাকিস্তান তা নাকচ করে দিয়েছে, আহ্বান জানিয়েছেন নিরপেক্ষ তদন্ত করতে।
চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে ভারত আগের চেয়ে আরও বেশি যুক্তরাষ্ট্রের অংশীদার হয়ে উঠছে। তবে পাকিস্তানও যুক্তরাষ্ট্রের একটি মিত্রদেশ হয়ে আছে।
কাশ্মীরে হামলার পর ওয়াশিংটন প্রকাশ্যে ভারতের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তবে ওয়াশিংটন পাকিস্তানের সমালোচনা করেনি।মুসলিম-সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবিদার ভারত ও পাকিস্তান উভয় দেশ। বর্তমানে দুই দেশ কাশ্মীরের অংশবিশেষ নিয়ন্ত্রণ করছে। এ ভূখণ্ড নিয়ে দেশ দুটি অতীতে একাধিকবার যুদ্ধে জড়িয়েছে।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিকতম হামলার ঘটনায় একতরফাভাবে আন্তর্জাতিক সিন্ধু পানিচুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। পাকিস্তানের বিরুদ্ধে দেশটি নিয়েছে আরও কিছু পদক্ষেপ। পাকিস্তানও পাল্টা বেশ কিছু পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে। উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় পরপর কয়েক দিন গোলাগুলি করেছেন দুই পক্ষের সেনারা।
এমন পরিপ্রেক্ষিতে ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হামলাকারীদের কঠোর সাজা দেওয়ার অঙ্গীকার করেছেন। আর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ভারতের তরফ থেকে পাকিস্তানে হামলা অত্যাসন্ন।
আরও পড়ুন৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতের হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য আছে৫ ঘণ্টা আগেআরও পড়ুনপাকিস্তান যেকোনো কিছুর জন্য তৈরি, ভারত চেষ্টা করে দেখতে পারে: খাজা আসিফ২৯ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পরর ষ ট রমন ত র দ র র পরর ষ ট র
এছাড়াও পড়ুন:
ফকিরাপুলে প্রাইভেট কারের চাপায় রিকশাচালকের মৃত্যু
রাজধানীর ফকিরাপুল মোড়ে প্রাইভেট কারের চাপায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মতিন মিয়া (৩৬)।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
দুর্ঘটনার পর মতিন মিয়াকে হাসপাতালে নিয়ে যান পথচারী মেহেদী হাসান। তিনি প্রথম আলোকে বলেন, ফকিরাপুল মোড়ের দিক থেকে এই রিকশাচালক (মতিন মিয়া) আরামবাগের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার রিকশাটিকে চাপা দেয়। রাস্তায় ছিটকে পড়েন রিকশাচালক। পরে প্রাইভেট কারের চাপায় তিনি গুরুতর আহত হন। বেলা সোয়া ১১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশটি কলেজের মর্গে রাখা হয়েছে।
মতিন মিয়ার ভগ্নিপতি মোরসেদ ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি মুঠোফোনে দুর্ঘটনার খবর পান। হাসপাতালে এসে জানতে পারেন, মতিন মিয়াকে মৃত ঘোষণা করা হয়েছে।
মোরসেদ ইসলাম বলেন, মতিন মিয়ার বাড়ি রংপুরে। তিনি রাজধানীর মুগদার মান্ডা এলাকায় একটি রিকশার গ্যারেজে থাকতেন। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে তাঁর স্ত্রী গ্রামে থাকেন।