ভোলায় ঘরে ঘরে গ্যাস–সংযোগসহ পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলনকারীরা ঢাকা থেকে ফিরে বিক্ষোভ সমাবেশ ও মশালমিছিল করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে লঞ্চ থেকে নেমে তাঁরা বিক্ষোভ করেন। পরে রাতে মশালমিছিল বের করা হয়। পরে আন্দোলনকারীরা শহরের বাংলাস্কুলের ভাসানীমঞ্চে অবস্থান নেন। সেখানে তাঁরা গতকাল মধ্যরাত পর্যন্ত ছিলেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত সময়ে ভোলায় আসা কোম্পানির উদ্যোক্তাদের হয়রানি করা হয়েছে। এখন তাঁদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। দেশের শিল্পপতিদের ভোলায় শিল্প ও কলকারখানা নির্মাণের আহ্বান জানান তাঁরা।

বদ্বীপ ছাত্রকল্যাণ সংসদের আহ্বায়ক রাহিম ইসলাম বলেন, ‘২৮ এপ্রিলের বৈঠকে জ্বালানি উপদেষ্টা আবাসিক গ্যাস-সংযোগ দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছেন। স্বাস্থ্য উপদেষ্টাও মেডিকেল কলেজ নির্মাণের বিষয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। কিন্তু আমরা ভোলাবাসী দমার পাত্র নই। পাঁছ দফা দাবি আদায়ে আমরা আরও জোরালোভাবে আন্দোলনে নেমেছি। আজ বুধবার আমরা ভোলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে গণসংযোগ করব।’

ভোলার ঘরে ঘরে গ্যাসসংযোগ, ভোলার গ্যাস দিয়ে কলকারকারখানা নির্মাণ, ইন্ট্রাকো কোম্পানির সঙ্গে অবৈধ গ্যাস চুক্তি বাতিলসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে গত তিন বছর বিভিন্ন ব্যানারে আন্দোলন হচ্ছে। এই দাবিতে ১৫ এপ্রিল থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে গত রোববার রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন করা হয়। পরদিন সোমবার ভোলার প্রতিনিধিদলের সঙ্গে জ্বালানি উপদেষ্টার বৈঠক হয়। বৈঠকে আশানুরূপ সাড়া না পেয়ে প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায় বিক্ষোভ করেন। গতকাল বিকেলে লঞ্চে করে ভোলায় ফিরে আবার আন্দোলনের ডাক দেন তাঁরা।

আরও পড়ুনভোলার গ্যাস নিজেরা ব্যবহার করতে চান ভোলাবাসী, পাঁচ দাবিতে বিক্ষোভ-সমাবেশ২০ এপ্রিল ২০২৫ভোলা শহরের বাংলাস্কুলের ভাসানীমঞ্চে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। গতকাল মঙ্গলবার রাতে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গতক ল

এছাড়াও পড়ুন:

হজপূর্ব প্রস্তুতি নিয়ে সৌদি আরবের নির্দেশনা

প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসলমান পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে সমবেত হন। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম এই ধর্মীয় কর্তব্য পালনের জন্য মক্কা ও তার আশপাশের পবিত্র স্থানগুলোতে মুসল্লিরা একত্র হন। এই গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৌদি হজ মন্ত্রণালয় তীর্থযাত্রীদের প্রাক-প্রস্তুতির ওপর জোর দিয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, হজের যাত্রা শুরুর আগেই তীর্থযাত্রীদের এই ইবাদতের বিভিন্ন আচার-অনুষ্ঠান সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অর্জন করা উচিত। হজের স্তম্ভ, বাধ্যবাধকতা, সুন্নাহ, নিষিদ্ধ কাজ এবং প্রতিটি আচারের সঠিক পদ্ধতি ও নিয়মকানুন সম্পর্কে জানতে হবে। এছাড়া, পবিত্র স্থানগুলোর গুরুত্ব ও সেগুলোর সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোও শিখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি হজ মন্ত্রণালয় তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে বলেছে, ‘তীর্থযাত্রীদের উচিত হজের স্তম্ভ, কর্তব্য, সুন্নাহ এবং নিষেধাজ্ঞাগুলো সম্পর্কে জানা। প্রতিটি আচারের সঠিক পদ্ধতি, নিয়ম এবং পবিত্র স্থানগুলোর বিষয়ে বিস্তারিত ধারণা অর্জন করা জরুরি।’

আরও পড়ুনহজযাত্রীদের বিনা মূল্যে দেওয়া হচ্ছে হজ গাইড২৪ মে ২০২৪

হজের বিস্তারিত নির্দেশিকা বিভিন্ন ভাষায় প্রকাশ করা হয়েছে (লিংক: https://learn.haj.gov.sa/home/tracks/details/15787)।

ইসলামের নির্দেশ অনুযায়ী, যেসব মুসলমান শারীরিক ও আর্থিকভাবে সক্ষম, তাদের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। প্রতি বছর ইসলামি চান্দ্র পঞ্জিকার ১২তম মাস জিলহজ্জ মাসের অষ্টম দিনে হজ শুরু হয় এবং সাধারণত পাঁচ দিন স্থায়ী হয়। এ বছর জুনের শুরুতে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসলামের জন্মস্থান সৌদি আরবে ইতিমধ্যে হজের প্রস্তুতি শুরু করেছে। অনিয়মিত তীর্থযাত্রীদের প্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। মক্কা ও অন্যান্য পবিত্র স্থানে শুধুমাত্র অনুমোদিত তীর্থযাত্রীদেরই প্রবেশের অনুমতি দেওয়া হবে।

এছাড়া, হজের প্রস্তুতি হিসেবে সৌদি আরব সম্প্রতি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে হজের জন্য একটি স্মার্ট বুক প্রকাশ এবং কাবার গুরুত্বপূর্ণ স্থানগুলোর ওপর একটি নির্দেশিকা। এসব উদ্যোগ তীর্থযাত্রীদের জন্য হজ পালনকে আরও সহজ ও সুষ্ঠু করার লক্ষ্যে গৃহীত হয়েছে।

হজের শেষ আচার হিসেবে ‘জামারাত’ নামে একটি অনুষ্ঠানে হজযাত্রীরা শয়তানের প্রতীক হিসেবে স্তম্ভে পাথর নিক্ষেপ করেন। এই আচারটি হজের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তীর্থযাত্রীদের এটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি আরবের এই প্রাক-প্রস্তুতি নির্দেশনা তীর্থযাত্রীদের জন্য একটি সুসংগঠিত ও আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ হজ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : গালফ নিউজ

আরও পড়ুনহজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ চালু করেছে সরকার২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ