ওসমান দেম্বেলে আবারও দেখিয়ে দিলেন, কেন বার্সেলোনায় ব্যর্থ হওয়ার পরও তার উপরেই আস্থা রেখেছিলেন পিএসজি বস লুইস এনরিকে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে এমিরেটস স্টেডিয়ামের দর্শকরা নিজেদের চেয়ারে ঠিকঠাক বসার আগেই স্তব্ধ হয়ে যায় দেম্বেলের গোলে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে সেই গোলটাই ম্যাচ জিতিয়েছে পিএসজিকে। অ্যাওয়ে ম্যাচ জিতে ফাইনালের পথে খানিকটা এগিয়ে গেল প্যারিসের জায়ান্টরা।

দেম্বেলের সাথে আরেকজন এই ম্যাচ জয়ে দারুণ ভূমিকা রেখেছেন। পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। এই ইতালিয়ান বীরত্বের সাথে আর্সেনালের পাঁচটি গোলের সুযোগ নস্যাৎ করে দিয়েছেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গানাররা যে দাপট দেখিয়েছিল, তার ছিটেফোঁটাও গতরাতে দেখা যায়নি। সবকিছুতেই লন্ডনের ক্লাবটির চেয়ে এগিয়ে ছিল এন্রিকের শিষ্যরা।

আরো পড়ুন:

মার্তিনেজদের কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি

‘ভিলা পার্ককে আমাদের দুর্গে পরিণত করার চেষ্টা করব’

ঘরের মাঠে আর্সেনাল কিছু বুঝার আগেই গোলটা হজম করে ফেলে। দেম্বেলের জয়সূচক গোলের কৃতিত্বটা শীতকালীন দলবদলে পিএসজিতে যোগ দেওয়া উইঙ্গার খিচা কাভারাস্কেইয়ার। বাঁ দিক থেকে আক্রমণে উঠে বক্সে ঢুকে পড়েন এই জর্জিয়ান। এরপর আর্সেনালের দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে খুঁজে নেন দেম্বেলেকে। ফরাসি এই ফরোয়ার্ড বল না থামিয়েই শট নেন। সেটাই আর্সেনাল গোলকিপার দাভিদ রায়াকে ফাঁকি দিয়ে আশ্রয় নেয় জালে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লাইমলাইটে ডেকলান রাইস। এই ডিফেন্সিভ মিডফিল্ডারের সেট পিস থেকে হেডে পিএসজির জালে বল পাঠিয়েছিলেন মিকেল মেরিনো। দল সমতা ফিরিয়েছে ভেবে চিৎকারে ফেটে পড়ে এমিরেটস। তবে ভিএআরে দেখা যায় বলে হেড করার আগে মেরিনো অফসাইডে ছিলেন, তাই গোলটাও বাতিল।

সমতায় ফিরতে এরপরও কয়েকটি জোরালো আক্রমণ শানিয়েছেন লিয়ান্দ্রো ত্রোসার, বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিরা। কিন্তু দোন্নারুম্মা চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন। শেষদিকে পিএসজি গোলের ব্যবধান বড় করার সুযোগ হারায় ব্রাডলি বারকোলা ও গোনজালো রামোসের মিসে। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়েই মাঠ ছাড়ে পিএসজি। 

আগামী বুধবার নিজেদের মাঠ প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ফিরতি লেগে হার এড়ালেই পাঁচ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে যাবে পিএসজি।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প এসজ চ য ম প য়নস ল গ আর স ন ল আর স ন ল ফ ইন ল প এসজ

এছাড়াও পড়ুন:

তিন বলের ব্যবধানে দুই উইকেট তাইজুলের

লিডের পাহাড়ে চাপা পড়েছে জিম্বাবুয়ে। ৪৪৪ অলআউট হয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে ২১৭ রানের লিড নেয়। এরই মধ্যে সপ্তম ওভারে তিন বলের ব্যবধানে জিম্বাবুয়ের দুই উইকেট শিকার করেন তাইজুল। প্রথমে বেনেটকে সাদমানের ক্যাচ বানিয়ে ফেরান। 

এরপর ক্রিজে নতুন ব্যাটসম্যান হিসেবে আসেন নিক ওয়েলচ। এক বল পরই তাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন আউট করলেন তাইজুল। মাঠের আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে এই লঙ্কানের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। ৮ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ১০ রান। ২৩ বলে ২ রানে বেন কারেন ও ৭ বলে ২ রানে আছেন উইলিয়ামস। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে থেমেছিল ২২৭ রানে।

সম্পর্কিত নিবন্ধ