বাংলাদেশ বিজ্ঞান একাডেমি-প্রফেসর ইমেরিটাস ডা. সুলতান আহমেদ চৌধুরী সায়েন্টিফিক ট্যালেন্ট নার্চার ফান্ড স্টাইপেন্ড-২০২৪–এর আওতায় বিভিন্ন শ্রেণির মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের অনুপ্রেরণামূলক অনুদান বা বৃত্তি প্রদান করা হবে।

কারা বৃত্তি পাবে—

১. নবম, দশম, একাদশ ও দ্বাদশ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে।

২.

সদ্য ভর্তি হওয়া ছাত্রছাত্রী হতে হবে।

৩. আবেদনকারী ছাত্রছাত্রীদের অবশ্যই মেধাবী ও দরিদ্ররা আবেদন করতে পারবে।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আবেদন করতে যা লাগবে—

১. নবম ও দশম শ্রেণির প্রার্থীকে বিগত বার্ষিক পরীক্ষায় শতকরা ৮০% নম্বর বা জিপিএ–৫.০০ পেতে হবে।

২. একাদশ শ্রেণির প্রার্থীকে বিগত এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে শতকরা ৮০% নম্বর বা জিপিএ–৫.০০ পেতে হবে।

৩. শতকরা ৮০ নম্বর প্রাপ্তির কাগজপত্র।

শিক্ষাবৃত্তির পরিমাণ—

১. নবম ও দশম ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হবে এক হাজার টাকা,

২. একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ১২০০ টাকা বৃত্তি দেওয়া হবে।

৩. সব শ্রেণির ছাত্রছাত্রীদের দেওয়া হবে এক বছরের জন্য।

আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫*আবেদন করতে হবে—

১. শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষের মাধ্যমে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

২. বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে:

৩. আবেদন করার শেষ তারিখ: ২০ মে ২০২৫।

৪. আবেদনপত্র যে ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে: সচিব, বাংলাদেশ বিজ্ঞান একাডেমি, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স (৪র্থ তলা), আগারগাঁও, ঢাকা।

*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুন৭ বৃত্তিতে বিদেশে পড়াশোনা, আবেদনের সুযোগ ২ দিন২৯ এপ্রিল ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল দ শ ব জ ঞ ন এক ড ম

এছাড়াও পড়ুন:

ইউনিক হোটেলের ৯ মাসে মুনাফা কমেছে ২০.০৫ শতাংশ

পুঁজিবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৫) ও নয় মাসে (জুলাই-মার্চ, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির নয় মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ২০.০৫ শতাংশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক ও  আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.০৯ টাকা। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১.৫০ টাকা বা ৪৮.৫৪ শতাংশ।

এদিকে, তিন প্রান্তিক মিলে বা ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.১৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.৯৪ টাকা। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৭৯ টাকা বা ২০.০৫ শতাংশ।

২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৮.৩৩ টাকা।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • কোহিনুর কেমিক্যালের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৮.৪২ শতাংশ
  • ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ব্যাংকে চাকরি, স্নাতকে জিপিএ–৩ হলে আবেদন
  • রোনালদোর আল নাসর কেন নেই ক্লাব বিশ্বকাপে
  • আজ টিভিতে যা দেখবেন (৩০ এপ্রিল ২০২৫)
  • ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত
  • বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ, বেতন ১৫,০০০
  • বেসরকারি ব্যাংক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি, করুন আবেদন, বেতন ৫২ হাজার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে মাস্টার্স, মেয়াদ এক বছর
  • ইউনিক হোটেলের ৯ মাসে মুনাফা কমেছে ২০.০৫ শতাংশ